TRENDING:

iPhone: আওয়াজ নিয়ে সমস্যা? এক নজরে দেখে নিন আইফোনের ভলিউম বাড়ানোর উপায়!

Last Updated:

iPhone: আইওএস ১৫-এর ইউজাররা ব্যবহার করতে পারবে এই নতুন বুস্ট অডিও ফিচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইফোনের লেটেস্ট ভার্সনে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। এর জন্য আইফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ভার্সনের সফটওয়্যার। এর মাধ্যমে আইফোনের ইউজাররা ব্যবহার করতে পারবে বিভিন্ন ধরনের নতুন ফিচার। এর মধ্যে রয়েছে ফোকাস মোড, শেয়ার প্লে-র মতো ফিচার। কিন্তু এই সকল নতুন ফিচারের মধ্যে সবথেকে লেটেস্ট হল বুস্ট অডিও ফিচার। এই বুস্ট অডিও ফিচারের মাধ্যমে আইফোনের ইউজাররা তাদের আইফোনের স্পিকারের আউটপুট বুস্ট করতে পারবে। আইওএস ১৫-এর ইউজাররা ব্যবহার করতে পারবে এই নতুন বুস্ট অডিও ফিচার।
advertisement

অনেক সময়ই আইফোনের ইউজাররা নিজেদের আইফোনের ভলিউম নিয়ে সমস্যায় পড়ে। অনেক সময়ই দেখা যায় তাদের আইফোনের ভলিউম কমে গিয়েছে। আইফোনের এই ধরনের সমস্যা দুর করার জন্য নিয়ে আসা হয়েছে নতুন অডিও বুস্ট ফিচার। কিন্তু এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন দুটি ক্ষেত্রে এই নতুন ফিচার কোনও সাহায্য করতে পারবে না। নিজেদের আইফোনের স্পিকারের মধ্যে ধুলো ঢুকে গেলে এই বুস্ট অডিও ফিচার দিয়ে আইফোনের ভলিউম ঠিক করা সম্ভব হবে না এবং আইফোনের স্পিকার ড্যামেজ হয়ে গেলে বুস্ট অডিও ফিচার দিয়ে কোনও কাজ হবে না। এছাড়া বুস্ট অডিও ফিচার দিয়ে নিজেদের আইফোনের ভলিউম সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো ঠিক করা সম্ভব। আইফোনের এই নতুন ফিচার নিয়ে আসা হয়েছে, আইফোন ইউজারদের বেটার অডিও সিস্টেমের সুবিধা দেওয়ার জন্য।

advertisement

আইফোনের স্পিকারের আউটপুট বুস্ট করার উপায় -

স্টেপ ১ - এর জন্য প্রথমেই আনলক করতে হবে আইফোন। এরপর যেতে হবে আইফোনের সেটিং অপশনে।

স্টেপ ২ - এরপর যেতে হবে গো টু মিউজিক (Go To Music) অপশনে। এরপর যেতে হবে ইকিউ (EQ) অপশনে। সেখান থেকে যেতে হবে লেট নাইট (Late Night) অপশনে।

advertisement

স্টেপ ৩ - এরপর মিউজিক সেটিং অপশনে গিয়ে সাউন্ড চেক (Sound Check) অপশন বন্ধ করে দিতে হবে।

আরও পড়ুন: ছ'মাসের শিশুকে কাঁচা মাংস খাওয়াচ্ছে মা ! ভাইরাল ভিডিও দেখে অবাক বিশ্ব

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এরপর আইফোনের অডিও টেস্ট করার জন্য প্লে করতে হবে মিউজিক। এছাড়া ভিডিও চালিয়েও চেক করা যেতে পারে আইফোনের অডিও। ফোনে থাকা মিডিয়া ফাইলের থেকেও কিছু চালিয়ে দেখে নেওয়া যেতে পারে আইফোনের অডিও। এরপর নিজেদের আইফোনের স্পিকার বুস্ট করার জন্য নোটিফিকেশন পাওয়া যেতে পারে। আইফোনের ইউজারদের জন্য আইওএস ১৫ (iOS 15) বিভিন্ন ধরনের নতুন ফিচার নিয়ে এসেছে। এদের মধ্যে রয়েছে ফোকাস মোড, ওয়েব ব্রাউজার সাফারি ইত্যাদি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone: আওয়াজ নিয়ে সমস্যা? এক নজরে দেখে নিন আইফোনের ভলিউম বাড়ানোর উপায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল