TRENDING:

ফোনের ভলিউম ঠিকঠাক মনে হচ্ছে না? কাজে লাগান অ্যান্ড্রয়েডের এই সেটিংস

Last Updated:

Smartphone volume: অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম বাটন দিয়ে শব্দ বাড়ানোর পরেও সেটি কম হলে নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই স্মার্টফোন একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়।
বিশেষ করে মোবাইল যদি সরাসরি রোদের মধ্যে থাকে এবং গাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয়। এর জন্য এই গরমের মধ্যে গাড়ির মধ্যে মোবাইল ফোন রেখে দেওয়া উচিত নয়। গরমে যে কোনও মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে ফোনের ব্যাটারি। এক নজরে দেখে নেওয়া যাক মোবাইল ফোনের সুরক্ষার বিষয়ে কয়েকটি টিপস।
বিশেষ করে মোবাইল যদি সরাসরি রোদের মধ্যে থাকে এবং গাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয়। এর জন্য এই গরমের মধ্যে গাড়ির মধ্যে মোবাইল ফোন রেখে দেওয়া উচিত নয়। গরমে যে কোনও মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে ফোনের ব্যাটারি। এক নজরে দেখে নেওয়া যাক মোবাইল ফোনের সুরক্ষার বিষয়ে কয়েকটি টিপস।
advertisement

এখন আবার স্কুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের টিউশন ফোনের মাধ্যমে অনলাইনে করা হয়। এর ফলে ফোন এখন প্রায় সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু, অনেক সময়েই দেখা যায় যে, অ্যান্ড্রয়েড ফোনের সাউন্ড কমে যায়। এর ফলে প্রয়োজনের সময় সমস্যার সম্মুখীন হতে হয়।

কিন্ত, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে শব্দ কম থাকলে, এখন আর চিন্তা করতে হবে না। কারণ, এমন একটি উপায় রয়েছে, যা এই সমস্যার সমাধান করবে। এর জন্য ইউজারদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এভাবে খুব সহজে বাড়িতে বসেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সাউন্ড দ্বিগুন করা সম্ভব হবে।

advertisement

আরও পড়ুন- পাসওয়ার্ড মনে পড়ছে না? তাতে কী, ফোন আনলক করার এই কায়দাটা স্রেফ মাথায় রাখুন!

নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম বাটন দিয়ে শব্দ বাড়ানোর পরেও সেটি কম হলে, নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করতে হবে। এর জন্য নিজেদের ফোনের সেটিংস পরিবর্তন করতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক খুব সহজে বাড়িতে বসেই সেটিংস ঠিক করার উপায়।

advertisement

এর জন্য প্রথমেই ইউজারদের নিজেদের ফোনের সেটিংস অপশনে যেতে হবে। এরপর সেখান থেকে সাউন্ডস এবং ভাইব্রেশন অপশনে যেতে হবে। এর ভিতরে ইউজাররা সাউন্ড কোয়ালিটি এবং এফেক্টের অপশন পেয়ে যাবেন।

এরপর এখানে আসার পর ইউজাররা Dolby Atmos অপশন পেয়ে যাবেন। ইউজারদের সেটি অটোতে সেট করতে হবে। তারপর ইউজাররা নিচের দিকে তাকালে Adapt Sound অপশন দেখতে পেয়ে যাবেন।

advertisement

Adapt Sound অপশনের ভিতরে ইউজারদের সেটিং বন্ধ থাকবে (no boost)। এরপর ইউজারদের সেই অপশন ‘over 60 years old’-এ সেট করতে হবে। এর ফলে ইউজারদের ইয়ারফোনে হাই বেসের শব্দ পাওয়া যাবে।

তবে এই সেটিংস ছাড়াও সাউন্ডে সমস্যা হলে ফোনের স্পিকারের ময়লাও ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে।

আরও পড়ুন- সবাই ক্যাশে ফাইল ডিলিট করতে বলেন, কিন্তু এর সুবিধাগুলো জানলে সযত্নে রেখে দেবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এভাবেই খুব সহজে বাড়িতে বসেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সাউন্ড দ্বিগুন করা সম্ভব। কারও ফোনে সাউন্ডের সমস্যা দেখা দিলে, উপরে উল্লিখিত উপায় অবলম্বন করে দেখা যেতে পারে। ফোনের সেই সেটিংস পরিবর্তন করেই দ্বিগুন করা যাবে সেই সাউন্ড।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোনের ভলিউম ঠিকঠাক মনে হচ্ছে না? কাজে লাগান অ্যান্ড্রয়েডের এই সেটিংস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল