WhatsApp এর সমস্ত চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায়-
স্টেপ ১ - প্রথমেই WhatsApp-এর ডানদিকের ওপরের কোণে থাকা তিনটে ডট অপশনে ক্লিক করতে হবে। এর পর সেখান থেকে সেটিং (Setting) অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ২ - এর পরে সিলেক্ট করতে হবে চ্যাট (Chats) অপশন।
স্টেপ ৩ - এর পর সিলেক্ট করতে হবে চুজ ওয়ালপেপার (Choose Wallpaper) অপশন।
advertisement
স্টেপ ৪ - এর পর পরিবর্তন করতে হবে ওয়ালপেপার।
স্টেপ ৫ - নিজেদের পছন্দ অনুযায়ী ব্রাইট ওয়ালপেপার সিলেক্ট করতে হলে ব্রাইট অপশনে ক্লিক করতে হবে। ডার্ক ওয়ালপেপারের জন্য ডার্ক অপশনে ক্লিক করতে হবে। এছাড়াও গ্যালারি থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার বেছে নেওয়া যাবে। নিজেদের ছবিও ব্যবহার করা যাবে ব্যাকগ্রাউন্ড হিসাবে।
স্টেপ ৬ - অনেক অপশনের মধ্যে থেকে নিজেদের পছন্দ অনুযায়ী অপশন বেছে নিতে হবে।
স্টেপ ৭ - এর পর নতুন ওয়ালপেপার বেছে নেওয়ার পর ওয়ালপেপার প্রিভিউ (Wallpaper Preview) স্ক্রিন হিসাবে সেটি দেখাও যাবে।
স্টেপ ৮ - পুরো স্ক্রিন জুড়ে সেই ওয়ালপেপার সেট হয়ে যাওয়ার পর সেটি ডিফল্ট ব্যাকড্রপ হিসাবে সিলেক্ট করতে হবে।
WhatsApp-এর নির্দিষ্ট চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায়-
স্টেপ ১ - প্রথমেই WhatsApp খুলে সেই নির্দিষ্ট চ্যাটে যেতে হবে, যার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা দরকার।
স্টেপ ২ - এর পর ডানদিকের ওপরের কোণে থাকা তিনটে ডট অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এর পর নিজেদের পছন্দ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যাহার করা হবে।
স্টেপ ৪ - এর পর নিজেদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার বেছে নিতে হবে এবং সেটি ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে হবে।
স্টেপ ৫ - নিজেদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার পরিবর্তন করার পর সেটি ডিফল্ট ব্যাকড্রপ হিসাবে সিলেক্ট করতে হবে।
WhatsApp-এর চ্যাটের ব্যাকগ্রাউন্ড রিসেট করার উপায়-
স্টেপ ১ - প্রথমেই WhatsApp-এর ডানদিকের ওপরের কোণে থাকা তিনটে ডট অপশনে ক্লিক করতে হবে। এর পর সেখান থেকে সেটিং (Setting) অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ২ - এর পর সিলেক্ট করতে হবে চ্যাট। তার পর ওয়ালপেপার।
স্টেপ ৩ - যে ওয়ালপেপার আছে, সেটি সিলেক্ট করতে হবে পরিবর্তন করার জন্য।
স্টেপ ৪ - এর পর নিচে থাকা ডিফল্ট ওয়ালপেপার সিলেক্ট করতে হবে।
স্টেপ ৫ - শেষ ধাপে নিজেদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার সিলেক্ট করতে হবে।