এই অটো রিপ্লাই ব্যবস্থা সাধারণত Outlook বা Gmail-এ অ্যাক্টিভ থাকলেও ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলিতে সে ভাবে অটো অ্যক্টিভেট করা থাকে না। এমনকি নতুন বাজারে আসা Signal-এও এই ব্যবস্থা নেই। তবে, সেটিংসে গিয়ে এই অপশন চালু করা যেতে পারে।
এক্ষেত্রে WhatsApp, Facebook Messenger, Signal ও অন্যান্য অ্যাপে মেসেজ সেটিংসে গিয়ে একটি নির্দিষ্ট মেসেজ সেট করে এই অপশন চালু করা যেতে পারে। এতে কেউ অ্যাক্টিভ না থাকলেও মেসেজ যিনি পাঠিয়েছেন তিনি নিরাশ হবেন না। অটো মেসেজে প্রয়োজনীয় তথ্যও দিয়ে দেওয়া যেতে পারে।
advertisement
আর অনেক সময়ে যে সব মেসেজের সেটিংসে এই ধরনের অপশন থাকে না, তাদের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হয়। নিম্নলিখিত উপায়ে এই অটো রিপ্লাই চালু করা যেতে পারে।
১) প্রথমে Google Play Store-এ গিয়ে যে অ্যাপের অটো রিপ্লাই চালু করতে চান, তা সার্চ করতে হবে।
২) এবার এনেবল অপশনে ক্লিক করতে হবে। মনে রাখা দরকার এখানেই দেখা যাবে, অ্যাপটি কোন কোন তথ্য আপনার ফোনের অ্যাকসেস করছে বা কোন তথ্য নিচ্ছে। এর জন্য একটি উইন্ডো আসবে। যাতে অনুমতি দিতে হবে।
৩) এবার অটোমেটিক রিপ্লাই বেছে নিতে হবে বা নিজের মতো একটি মেসেজ লিখে দিতে হবে।
৪) সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করতে হবে।
এই অপশনটি সকলের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। যদি মনে হয়, কাস্টমাইজও করা যেতে পারে। এক্ষেত্রে অফিসের কোনও গ্রুপ, ব্যবসার কোনও গ্রুপ বা অন্যান্য কোনও গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্টভাবে এই অপশন চালু করা যেতে পারে।
এসব ছাড়াও এই সমস্ত অ্য়াপের ক্ষেত্রে একাধিক নতুন ফিচার আসছে। WhatsApp, Messenger, Signal বা Telegram সকলেই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। Telegram জোরালো করছে সুরক্ষা। WhatsApp বা Messenger-ও তথ্য সুরক্ষার উপরে জোর দিচ্ছে।