TRENDING:

আপনার পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকারের কত সময় লাগতে পারে? জানলে শিউরে উঠবেন

Last Updated:

Password Hacking: একজন হ্যাকারের কারও অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হলে পাসওয়ার্ড হ্যাক করতে কত সময় লাগে? জানলে আপনি অবাক হয়ে যাবেন। কখনও সহজ কোনও পাসওয়ার্ড রাখতে নেই। তাতে আপনারই বিপদ বাড়তে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যুগ এখন ইন্টারনেটের। আমাদের প্রত্যেকেরই প্রায় একটা করে, বেশি বই কম নয়, ই-মেল আইডি থাকে। ই-মেল দিয়ে যাঁদের কাজের তেমন দরকার পড়ে না, তাঁদেরও স্মার্টফোনে গুগল ক্রোম বা অন্য ব্রাউজার ব্যবহার করতে হলে একটা ই-মেল আইডি রাখতেই হয়।
পাশাপাশি ব্যাঙ্ক এই নতুন সাইবার সিকিউরিটি অ্যাডভাইজরি পাসওয়ার্ড সুরক্ষিত রাখার গুরুত্ব তুলে ধরে। যাচাইকৃত উৎস থেকে ব্যাঙ্কিং অ্যাপস ডাউনলোড করে এবং ফিশিং স্ক্যাম সম্পর্কে সচেতনতা বাড়ায়। HDFC ব্যাঙ্ক স্মার্টফোন ব্যবহারকারীদের কয়েকটি সাধারণ 'খারাপ অভ্যাস' সম্পর্কে কথা বলেছে, যা তাঁদের হ্যাকিং প্রচেষ্টা এবং স্ক্যামের শিকার হওয়া সহজ করে তোলে। কেউ যদি নিম্নলিখিতগুলি কাজ করে থাকেন, তবে নিজেদের স্মার্টফোনের সঙ্গে আরও যত্নবান হতে হবে।
পাশাপাশি ব্যাঙ্ক এই নতুন সাইবার সিকিউরিটি অ্যাডভাইজরি পাসওয়ার্ড সুরক্ষিত রাখার গুরুত্ব তুলে ধরে। যাচাইকৃত উৎস থেকে ব্যাঙ্কিং অ্যাপস ডাউনলোড করে এবং ফিশিং স্ক্যাম সম্পর্কে সচেতনতা বাড়ায়। HDFC ব্যাঙ্ক স্মার্টফোন ব্যবহারকারীদের কয়েকটি সাধারণ 'খারাপ অভ্যাস' সম্পর্কে কথা বলেছে, যা তাঁদের হ্যাকিং প্রচেষ্টা এবং স্ক্যামের শিকার হওয়া সহজ করে তোলে। কেউ যদি নিম্নলিখিতগুলি কাজ করে থাকেন, তবে নিজেদের স্মার্টফোনের সঙ্গে আরও যত্নবান হতে হবে।
advertisement

এর পরে সোশ্যাল মিডিয়ার ব্যবহার তো আছেই। সেখানেও লাগবে ই-মেল। অনেকে ব্যাঙ্কের নানা প্রয়োজনীয় কাজ সারতে অ্যাপের সাহায্য নেন। সেখানেও লাগে ই-মেল। ডেটিং অ্যাপ? নিশ্চয়ই, ই-মেল তো লাগবেই।

আর তার মানে এই এত এত অ্যাকাউন্টের জন্য আমাদের সবার কাছেই থাকে অনেকগুলো পাসওয়ার্ড। অনেকে অবশ্য একটাই পাসওয়ার্ড দিয়ে সব অ্যাকাউন্টের কাজ চালিয়ে নেন। তবে, প্রযুক্তি এক হাতে যেমন সুবিধা বিলিয়ে থাকে, অন্য হাতে তেমনই ঘাড় ধরে প্রায় টেনে আনে উটকো বিপদও।

advertisement

পোশাকি ভাষায় আমরা আজকাল একেই বলে থাকি হ্যাকিং। ম্যালওয়ার, ফিশিং- কত না তার নিত্য নতুন চেহারা। পদ্ধতি যা-ই হোক না কেন, আসল লক্ষ্য একটাই- আমাদের পাসওয়ার্ড। তার পরে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া এবং ইউজারকে পথে বসানো আর এমন কী ব্যাপার!

আরও পড়ুন- ‘কতক্ষণ’ একটানা চালাবেন সিলিং ফ্যান? কতক্ষণ বিশ্রাম দিতে হবে Fan-কে? না জানলে…

advertisement

তার উপরে আবার আছে এথিক্যাল হ্যাকিং। মানে, হ্যাকাররা এখানে সর্বনাশ করতে নয়, তদন্তের স্বার্থে মূলত সরকারি কোনও সংগঠন দ্বারা পরিচালিত হয়ে হ্যাকিং করছে।

ব্যাপার যা-ই হোক না কেন, অ্যাকাউন্ট হ্যাক হওয়া কারও কাম্য নয়। এই জায়গায় এসে অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে যে একজন হ্যাকারের কারও অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হলে পাসওয়ার্ড হ্যাক করতে কত সময় লাগে?

advertisement

আইটি ফার্ম হাইভ সিস্টেমের সাম্প্রতিক সমীক্ষা যা হিসেব দিচ্ছে, তা গায়ে কাঁটা ধরানোর জন্য যথেষ্ট। তাদের দাবি, একটা ৮ সংখ্যার সাধারণ পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকাররা সময় নেয় ঠিক ৩৭ সেকেন্ড। এই নিয়ে যে সমীক্ষা তারা পেশ করেছে, তার এক্স সোশ্যাল মিডিয়া পোস্ট নিচে দেওয়া হল।

আরও পড়ুন- ‘ভোল বদলে’ যাবে WhatsApp-এর! আসছে নয়া ফিচারও, জেনে নিন কী কী বদল হবে?

advertisement

তাহলে সুরক্ষার উপায়?

১. ৮ সংখ্যার বদলে পাসওয়ার্ড ১৬ বা ১৮ সংখ্যায় রাখতে হবে, এটা হ্যাক করতে অনেক বছর সময় লেগে যাবে, অন্তত সেরকমই বলছে সমীক্ষা।

২. সহজে অনুমান করা যায়, এরকম পাসওয়ার্ড রাখলে চলবে না।

জন্মদিন, নিজের নাম এ সব পাসওয়ার্ড হিসেবে সেট না করাই ভাল। ৩. শক্ত পাসওয়ার্ড সেট করাই পর্যাপ্ত নয়, সঙ্গে অ্যাকাউন্টের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশনও চালু করতে হবে- এতে অনেকটা নিরাপদ থাকা যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আপনার পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকারের কত সময় লাগতে পারে? জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল