TRENDING:

Honda-র এই মোটরবাইকে রয়েছে মারাত্মক ত্রুটি! ডিসেম্বরেই বড় সিদ্ধান্ত নিল সংস্থা

Last Updated:

এই দু’টি মডেলের মোটরবাইকের পিছনের স্টপ লাইট স্যুইচটিতে ত্রুটি রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাজার থেকে কি দু’টি মডেলে মোটরবাইক তুলে নিচ্ছে Honda!
advertisement

সম্প্রতি Honda Motorcycle & Scooter India-র তরফে ঘোষণা করা হয়েছে, তারা H’ness CB350 এবং CB350RS প্রত্যাহার করে নিচ্ছে। এই দু’টি মডেলের ক্ষেত্রে পিছনের স্টপ লাইট স্যুইচ এবং ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সরে ত্রুটি রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই স্বেচ্ছায় প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা।

জানা গিয়েছে, এই দু’টি মডেলের মোটরবাইকের পিছনের স্টপ লাইট স্যুইচটিতে ত্রুটি রয়েছে। এগুলি মূলত অক্টোবর ২০২০ থেকে জানুয়ারি ২০২৩-এর মধ্যে উৎপাদিত হয়েছিল।

advertisement

আরও পড়ুন- চ্যাটগুলি দ্রুত লক করতে WhatsApp যুক্ত করেছে দুটি শর্টকাট, দেখে নিন এখনই

অন্যদিকে ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর ইস্যুর জন্য যে মডেলগুলি তুলে নেওয়া হচ্ছে সেগুলি অক্টোবর ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত উৎপাদিত হয়েছে।

সংস্থার তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আমাদের তরফ চিহ্নিত করা হয়েছে, পিছনের স্টপ লাইট স্যুইচের রাবার অংশগুলি তৈরি করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয়েছিল তা অনুপযুক্ত। তার ফলেই রবারে ফাটল তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে স্যুইচের ভিতরে জল ঢুকতে পারে এবং ক্ষয় সৃষ্টি করতে পারে, যার ফলে আলোটিতে সমস্যা তৈরি হতে পারে।’

advertisement

অন্যদিকে তারা আরও উল্লেখ করেছে, ‘সেন্সর হাউজিংয়ের একটি অনুপযুক্ত ছাঁচনির্মাণ পদ্ধতির কারণে, দেখা গিয়েছে যে সেন্সর বডি সিলিংয়ে একটি ফাঁক দেখা দিতে পারে, যেকারণে ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সরের ভিতরে জল ঢুকতে পারে। এমন হলে সেন্সরে ত্রুটি দেখা দিতে পারে এবং গাড়ির গুরুতর ক্ষতি হতে পারে।’

আরও পড়ুন- ফোনের বারোটা বাজিয়ে দেয় ম্যালওয়্যার! বুঝবেন কীভাবে? এই লক্ষণগুলি খেয়াল করুন

advertisement

Honda-র তরফে জানান হয়েছে যে তারা তাদের BigWing ডিলারশিপে ক্ষতিগ্রস্ত Honda H’ness CB350 এবং Honda CB350RS মোটরবাইকের পিছনের স্টপ লাইট সুইচ এবং ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর বদলে দেওয়ার ব্যবস্থা করবে।

চলতি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে এই প্রতিস্থাপন অভিযান। সংস্থার তরফে দাবি করা হয়েছে, গাড়ির ওয়ারেন্টি থাক বা না থাক এই বদল করে দেওয়া হবে সকল গ্রাহককেই, একেবারে বিনামূল্যে।

advertisement

কিন্তু গ্রাহক কী করে জানবেন এই বিষয়ে?

Honda-র তরফে জানান হয়েছে তাদের BigWing ডিলারশিপের মাধ্যমে সকল গ্রাহককে ফোন করে জানানো হবে। অথবা, তাঁদের কাছে ই-মেইল বা এসএমএস পাঠিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

শুধু তাই নয়, যেকোনও মডেলের গ্রাহকই নিজের গাড়ি সম্পর্কে নিশ্চিত হতে Honda BigWing-এর ওয়েবসাইটে খোঁজ নিতে পারেন। এখানে নিজের ভিআইএন বা নিজস্ব ‘ভেহিকল আইডেন্টিফিকেশন নম্বর’ দিয়ে দেখে নেওয়া যাবে এই পরিস্থিতির মধ্যে তাঁর গাড়িটিও পড়ছে কিনা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Honda-র এই মোটরবাইকে রয়েছে মারাত্মক ত্রুটি! ডিসেম্বরেই বড় সিদ্ধান্ত নিল সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল