এদিকে সস্তা এবং দুর্দান্ত মাইলেজের বাইক তৈরির জন্য অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিখ্যাত Hero Motor Corp। এই সংস্থার বাইকের চাহিদাও থাকে তুঙ্গে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই এর চাহিদা বেশি। এমনকী গ্রামাঞ্চলের দিকেও বেশ জনপ্রিয় Hero-র মিড-রেঞ্জের বাইক। এই সংস্থার বেস্ট সেলিং বাইক হল Hero Passion Plus। কিন্তু এই বাইকের দাম বাড়াতে চলেছে সংস্থা। আসলে এই বাইকে OBD-2B এমিশন নর্মের আপডেট অন্তর্ভুক্ত করেছে সংশ্লিষ্ট সংস্থা। যার জেরে এই বাইকের দাম কিছুটা হলেও বাড়ানো হয়েছে। শুধু তা-ই নয়, রঙের ক্ষেত্রেও রয়েছে চমক। কারণ এই বাইকের কালার অপশনেও প্রচুর বদল এনেছে সংস্থা। সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
আরও পড়ুন- দরকারে এবার ট্রেনেই মিলবে নগদ টাকা! ‘এটিএম কোচ’-এ যাত্রীদের সুবিধা অনেক
দাম বৃদ্ধি:
প্রস্তুতকারী সংস্থার মতে, Hero Passion Plus-এর দাম ১৭৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর আগে এই বাইকের দাম ছিল ৭৯৯০১ টাকা। বর্তমানে এই বাইকের এক্স-শোরুম প্রাইস বা এক্স-শোরুম মূল্য বেড়ে ঠেকেছে ৮১৬৫১ টাকায়। যদিও এই বাইকটির ইঞ্জিনে কোনও রকম পরিবর্তন আনেনি Hero। আগের মতোই এই বাইকে ব্যবহার করা হয়েছে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার। আর এই একই ইঞ্জিন Splendor Plus এবং HF Deluxe-এও ব্যবহার করেছে প্রস্তুতকারী সংস্থা। এই ইঞ্জিনের সাহায্যে বাইকটি ৮০০০ আরপিএম-এ ৮.০২ পিএস পাওয়ার জেনারেট করে। আর ৬০০০ আরপিএম-এ ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করে। এই বাইকটি ৭০ কিলোমিটারের মাইলেজ দিতে সক্ষম।
বাইকের রঙ:
দুই রকম কালার অপশনে এই বাইকটিকে বাজারে আনতে চলেছে সংস্থা। এই বাইকে আসলে ড্যুয়াল টোন বডি টোন পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে। এর মধ্যে গ্রাহকরা পেয়ে যাবে কালো রঙের মধ্যে রেড অ্যাকসেন্টের বিকল্প পাবেন। আর পাশাপাশি কালো রঙের মধ্যে ব্লু অ্যাকসেন্টের বিকল্পও পেয়ে যাবেন গ্রাহকরা। যদিও বাইকের ডিজাইনের ক্ষেত্রে কোনও রকম পরিবর্তন আনেনি সংস্থা।