টেলিকম সেক্রেটারি অরুণা সুন্দারারাজন জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে কম ইন্টারনেট স্পিডের জেরে গ্রাহকরা যে সমস্যায় পড়ছিল তার সমাধান করার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
বিভিন্ন ৩জি বা ৪জি সংস্থার তরফে যে ইন্টারনেট স্পিডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবে গ্রাহকরা পায় না ৷ খুব শীঘ্রই ৫জি পরিষেবা আসতে চলেছে ভারতে ৷ ডিজিটাল ইকোনমি গড়ার লক্ষ্যে ভারতের ইন্টারনেট স্পিড বাড়ানো অত্যন্ত প্রয়োজনীয় ৷
advertisement
সুন্দারারাজন জানিয়েছেন, দেশের ইন্টারনেট স্পিড অত্যন্ত স্লো ৷ পরিষেবার মান উন্নত হয়নি ৷ তাই ২ এমবিপিএস সর্বনিম্ন বাধ্যতামূলক করা হয়েছে ৷
Location :
First Published :
October 24, 2017 3:41 PM IST