TRENDING:

নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা, ৫৯টি চিনা অ্যাপ কর্তৃপক্ষকে হুঁশিয়ারি সরকারের

Last Updated:

সবক’টি সংস্থাকে এদিন তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে চিঠি লেখা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারত-চিন সংঘর্ষ ও ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার উত্তপ্ত আবহে ২৯ জুন টিকটক UC Browser, CamScanner-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ছিল ভারত সরকার। ফের একবার মঙ্গলবার, ভারত সরকার একটি অন্তর্বর্তী রায়ে জানিয়েছে যাতে বলা হয়েছে যে এই আদেশ সম্পূর্ণরূপে বহাল থাকবে। আর কোম্পানিগুলি যে এই আদেশটি কঠোরভাবে অনুসরণ করতে হবে। যদি কোনভাবে এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে সেই কোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
advertisement

তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই প্রত্যেকটি কোম্পানিকে ইতিমধ্যেই চিঠি লিখে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে এই তালিকায় থাকা কোনও অ্যাপ যদি ভারত সরকারের এই রায় লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে সেই অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করবে ভারত সরকার।

তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে জানানো হয়েছে, যদি সরাসরি অথবা অন্য কোনও ভাবে এই ধরনের কোনও অ্যাপ ভারতে চালানো সম্ভব হয়, তাহলে সেই অ্যাপের বিরুদ্ধে টেকনোলজি আইন এবং অন্যান্য আইনে মামলা রুজু করা হবে। সেই অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে ভারত সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, ভারতীয়দের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই ধরনের চিনা অ্যাপ, মোবাইলে থাকলে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই সব অ্যাপ থেকে বিরত থাকাই শ্রেয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারার ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা, ৫৯টি চিনা অ্যাপ কর্তৃপক্ষকে হুঁশিয়ারি সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল