TRENDING:

ওলা-উবেরের ‘দাদাগিরি’-র দিন শেষ! এবার সরকারের অ্যাপ, সস্তায় পাবেন ক্যাব

Last Updated:

ইতিমধ্যেই ভারতীয় বাজারে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে Ola এবং Uber। বর্তমানে এই দুটি ট্যাক্সি পরিষেবা অত্যন্ত জনপ্রিয়। তবে এবার আসছে সরকারি অ্যাপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আমরা প্রায় সকলেই অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবা ব্যবহার করে থাকি। এর মধ্যে অন্যতম হল Ola, Uber এবং Rapido। ইতিমধ্যেই ভারতীয় বাজারে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে Ola এবং Uber। বর্তমানে এই দুটি ট্যাক্সি পরিষেবা অত্যন্ত জনপ্রিয়। যদিও এই পরিষেবার উপর গ্রাহকের নির্ভরশীলতার সুযোগ নিয়ে তারা গ্রাহকদের থেকে প্রচুর অঙ্কের টাকা দাবি করে।
News18
News18
advertisement

আবার যদি দুটি ডিভাইসে একটি ট্যাক্সির জন্য সার্চ করা হয়, তাহলে ভাড়ার মধ্যে বিস্তর ফারাক চোখে পড়বে। এই সমস্ত কিছু দেখে নিজস্ব অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে সরকার। তাই সরকারের ট্যাক্সি পরিষেবা এবং তা কীভাবে কাজ করবে, সেটাই দেখে নেওয়া যাক।

বিশ্বের প্রথম সরকারি ট্যাক্সি অ্যাপ:

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদে এই অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। সস্তায় গ্রাহকদের বিকল্প ট্যাক্সি পরিষেবা দেওয়া এবং চালকদের ভাল পরিমাণ বেতন দেওয়াই হল এর লক্ষ্য। শুধু তা-ই নয়, ভারত সরকারের উদ্দেশ্য, বাজারে Ola এবং Uber-এর মতো ট্যাক্সি পরিষেবার একচ্ছত্র আধিপত্য খর্ব করে কো-অপারেটিভ ট্যাক্সি পরিষেবা প্রতিষ্ঠা করা। এতে মুনাফা তো বাড়বেই এবং চালকরাও ভাল বেতন পাবেন। এই ট্যাক্সি পরিষেবা গ্রাহকদের জন্য সাশ্রয়ীও হবে।

advertisement

আরও পড়ুন- ISIS-এর নাম করে কোচ গম্ভীরকে খুনের হুমকি! গুজরাত থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক

কবে থেকে এই ট্যাক্সি পরিষেবা চালু হবে, সেই বিষয়ে সরকা কিছুই ঘোষণা করেনি। যদিও তা একবার চালু হলে ভারতই হবে প্রথম দেশ, যাদের সরকার পরিচালিত অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা থাকবে। এই ট্যাক্সি পরিষেবায় সরকার ২ চাকার গাড়ি, অটো রিকশা এবং কার ট্যাক্সি অন্তর্ভুক্ত করবে।

advertisement

সরকারি ট্যাক্সি পরিষেবা কতটা সফল হবে?

যদিও এই পরিকল্পনা বেশ আকর্ষণীয়। কিন্তু এটি বাস্তবায়ন করতে সরকারকে বেশ কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এদিকে Ola এবং Uber যেহেতু বাজারে প্রতিষ্ঠিত, ফলে তারাও ছেড়ে দেবে না। এদিকে আবার সরকারের তরফে আগেও ট্যাক্সি পরিষেবা চালু করা হয়েছিল, যা সফল হয়নি। যদিও এখন সরকারের হাতে ভাল প্রযুক্তি এবং সহায়তা রয়েছে। তার ফলে এই পরিষেবাটি সফল হতেও পারে। সস্তায় যাতায়াতের সুবিধা পেলে শহরবাসীও উপকৃত হবেন।

advertisement

মুম্বইয়ের ওয়াটার ট্যাক্সি:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বছর কয়েক আগে Rapido এমন একটি বাইক-ট্যাক্সি পরিষেবা ছিল, যা বেশ সুবিধাজনক এবং সাশ্রয়ী ছিল। যদিও যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে তা বাজার থেকে তুলে নেওয়া হয়। বর্তমানে ভারত সরকার ঘোষণা করেছে যে, বাইক ট্যাক্সি পরিষেবা বৈধ এবং অপারেশনাল। সেই সঙ্গে মুম্বইয়ে যাতায়াতের সময় এবং যানজট কমানোর জন্য ওয়াটার ট্যাক্সি আনার কথা ভাবনাচিন্তা করছে সরকার। এতে মুম্বইবাসীর দারুণ সুবিধা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ওলা-উবেরের ‘দাদাগিরি’-র দিন শেষ! এবার সরকারের অ্যাপ, সস্তায় পাবেন ক্যাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল