তাই বাড়িতে থাকতে থাকতে অনেকেই বোর হয়ে গিয়েছেন। আপনার মনোরঞ্জন করতে, সময় কাটাতে সাহায্য করতে আর সবার মন থেকে কিছুটা দুশ্চিন্তা কাটাতে গুগল ডুডল একটি সিরিজ শুরু করেছে যেখানে ফিরিয়ে আনা হচ্ছে জনপ্রিয় পুরনো ডুডল গেমগুলি। ডুডলের ট্যাগলাইন - স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম। আর এই সিরিজের আজ শেষ দিন। আজকে ঘরে বসে জনপ্রিয় গ্রেম Pac-man খেলার অবকাশ দিচ্ছে ডুডল।
advertisement
প্যাক ম্যান এটি ইতিহাসের অন্যতম বিখ্যাত ভিডিও গেম। ২০১০ সালে প্রথম এই প্যাক-ম্যান গেম প্রকাস করেছিল গুগল ডুডল। গেমটি শুরু করার জন্য জাস্ট গুগল-এর প্লে আইকন টিকে ক্লিক করুন। ব্যস, এবার কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে জাস্ট টাইমলেস বিজনেসে নেমে পড়ুন, Inky, Pinky, Blinky এবং Clyde এর হাত থেকে পালিয়ে বেড়ান। প্যাক-ম্যান, উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো ইন্টারঅ্যাক্টিভ ডুডল প্রকাশ্যে আসে। তখন থেকে ডুডলে হাইপারলিংক দেওয়া শুরু হয়।
২৭ এপ্রিল থেকে দুই সপ্তাহ গুগলের হোম পেইজে ক্লিক করলে গেম খেলা যাচ্ছিল। গত কয়েক বছরে যত গেম বা মিনি গেম গুগলের হোমপেজে দেখা গিয়েছে সেগুলি গুগল ডুডল ব্লগে আর্কাইভ হিসেবে সংক্ষিত আছে। সেই গেমগুলির মধ্যে থেকে জনপ্রিয় ১০টি ডুডল গেমকে আবার খেলার সুযোগ দিয়েছিল গুগল।