TRENDING:

Google Tracker alert: ব্যাগে-জামায় ট্র্যাকার! এবার গোয়েন্দাগিরি করবে হাতের স্মার্টফোনই? নয়া টুল আনল Google

Last Updated:

গুগলের তরফে জানানো হয়েছে যে, অ্যান্ড্রয়েড ৬.০ বা তার বেশি যে কোনও সংস্করণের স্মার্টফোনে এই ট্র্যাকার কাজ করবে। সোজা কথায়, গত কয়েক বছরে বাজারে যে সব স্মার্ট ফোন বিক্রি হচ্ছে, প্রতিটাতেই এই ট্র্যাকার ফিট করে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাগে বা জামায় ট্র্যাকার আটকে দিলেই ব্যস! সব খবর মুহূর্তের মধ্যে পাচার হয়ে যাবে। গোপনীয়তার দফারফা। এই সমস্যার সমাধান নিয়ে এল গুগল। অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবার কাজ করবে গোয়েন্দার মতো। ব্যাগ, পকেট কিংবা কাছাকাছি কোথাও ট্র্যাকার থাকলেও ইউজারকে সংকেত পাঠাবে স্মার্টফোন। বিশেষ এই বৈশিষ্ট্যের নাম দেওয়া হয়েছে ‘আননোন ট্র্যাকার অ্যালার্ট’।
ব্যাগে-জামায় ট্র্যাকার! এবার গোয়েন্দাগিরি করবে হাতের স্মার্টফোনই? নয়া টুল আনল Google
ব্যাগে-জামায় ট্র্যাকার! এবার গোয়েন্দাগিরি করবে হাতের স্মার্টফোনই? নয়া টুল আনল Google
advertisement

গুগলের তরফে জানানো হয়েছে যে, অ্যান্ড্রয়েড ৬.০ বা তার বেশি যে কোনও সংস্করণের স্মার্টফোনে এই ট্র্যাকার কাজ করবে। সোজা কথায়, গত কয়েক বছরে বাজারে যে সব স্মার্ট ফোন বিক্রি হচ্ছে, প্রতিটাতেই এই ট্র্যাকার ফিট করে যাবে। গুগল প্লে সার্ভিস থেকে এই ট্র্যাকার ফোনে এনেবল করা সম্ভব। ট্র্যাকারে নতুন কোনও বৈশিষ্ট্য এলে নোটিফিকেশন আসবে। তখন আপডেট করে নিলেই হবে।

advertisement

ট্র্যাকারে রয়েছে তিনটি মোড। নোটিফাই, অ্যাকশন এবং স্ক্যানিং। অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার অন করলেই আশপাশে থাকা অজানা অচেনা ব্লুট্রুথ ট্র্যাকার সম্পর্কে সতর্কতা আসতে শুরু করবে। অ্যালার্ট বাটনে আসবে নোটিফিকেশন। সেখানে ট্র্যাকারের অবস্থান সম্পর্কে বিশদ বিবরণ থাকবে। এরপরই শুরু হবে আসল খেলা। যে ট্র্যাক করছে, তার অজান্তেই ইউজার নিজের অবস্থান বদলে ফেলতে পারবেন।

advertisement

এখানেই শেষ নয়। গুগল ইউজারকে ট্র্যাকার সম্পর্কে যাবতীয় তথ্যও দেবে। যে ডিভাইস থেকে ট্র্যাক করা হচ্ছে, তার সিরিয়াল নম্বর তো আসবেই। সেই সঙ্গে যে ট্র্যাক করছে, তার মোবাইলের শেষ চারটি নম্বরও জানা যাবে। আশপাশে এরকম আরও অজানা ট্র্যাকার থাকলে সেগুলিও স্ক্যান হতে থাকবে। সঙ্গে স্টকারকে ধোঁকা দিতে কী করা উচিত, সে সম্পর্কে ব্যবহারকারীকে গাইডও করবে গুগল।

advertisement

 আরও পড়ুন: ব্লুটুথ স্পিকার না ওয়াই-ফাই স্পিকার, আপনার জন্য কোনটা সেরা? দেখে নিন কেনার আগে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অ্যাপলের এয়ারব্যাগে এই ফিচার রয়েছে। কোনও আইফোন ইউজার যদি ব্যাগে বা জামায় ট্র্যাকার লাগিয়ে থাকে, তাহলে তা-ও শনাক্ত করবে ‘আননোন ট্র্যাকার অ্যালার্ট’। এ থেকে বাঁচতে কী কী পদক্ষেপ করা উচিত, সে সম্পর্কে ধাপে ধাপে গাইডও করা হবে। আগামী দিনে এই অ্যালার্ট টুলে অন্যান্য ট্র্যাকার সতর্কতাও সমান ভাবে কাজ করবে। ফলে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই টুল যে অত্যন্ত উপযোগী হতে চলেছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Tracker alert: ব্যাগে-জামায় ট্র্যাকার! এবার গোয়েন্দাগিরি করবে হাতের স্মার্টফোনই? নয়া টুল আনল Google
Open in App
হোম
খবর
ফটো
লোকাল