ইউসি সান ফ্রান্সিসকো, স্ট্যানফোর্ড মেডিসিন এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডাক্তারেরা একটি বিশেষ প্রযুক্তি তৈরি করেছে ৷ গুগল মারফত এই মডেলটিই জানাবে আপনার মৃত্যুর দিন ৷
কথায় আছে, গুগলের কাছে যেকোনও প্রশ্নেরই উত্তর রয়েছে ৷ তিনটি বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের নিয়ে তৈরি বিশেষ মেডিকেল প্রযুক্তিটি বলতে পারবে মানুষের মৃত্যু কবে হতে পারে ৷ অবশ্য সবসময় যে ঠিক হবে সেই উত্তর এমনটাও নয় ৷ ৯৫ শতাংশ ক্ষেত্রেই সঠিক উত্তর মিলেছে ৷ শুধু তাই নয় কোনও ব্যক্তিকে যদি হাসপাতালে দীর্ঘদিন থাকতে হয় , সেক্ষেত্রেও ৮৭ শতাংশই সঠিক দিতে পারে এই প্রযুক্তিটি ৷ অপরদিকে, পুনরায় ভর্তির ৭৭ শতাংশ বার সঠিক ভবিষ্যদ্বানী করেছে এই মডেলটি ৷
advertisement
ঘটনা হল, এই মডেলটি তখনই কাজ করবে যখন কোনও রোগীর শারীরিক পরিস্থিতির সম্পূর্ণ তথ্য তার কাছে থাকবে ৷ সেক্ষেত্রে এই মডেলটি হাসপাতালের ইলেক্ট্রনিক হেলথ রেকর্ডস থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে ৷ এই মডেলের প্রযুক্তিটি এমনভাবেই তৈরি যা, ইএইচআর সিস্টেম থেকে কোনও রোগীর শারীরিক পরিস্থিতির সম্পূর্ণ তথ্য নিয়েই রোগীর ভবিষ্যদ্বানী করবে গুগল এই নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ৷