Android 13 -
গুগল অনেক আগেই তাদের নতুন Android 13 অপারেটিং সিস্টেমের কথা জানিয়ে ছিল। গুগল আগের মাসেই Android 13-র বেটা প্রিভিউ লঞ্চ করে দিয়েছিল। এবার সেই বহু প্রতীক্ষিত Android 13-র ঘোষণা করা হল।
Pixel 6a -
Google I/O 2022 অনুষ্ঠানে লঞ্চ করা হয়েছে Pixel 6a ফোন। টিপস্টার মুকুল শর্মা আগেই জানিয়েছিলেন যে ভারতে Pixel 6a ফোনের টেস্টিং অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এই ফোনে রয়েছে ৯০এইচজেড রিফ্রেশ রেট, ৬.২ ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনে রয়েছে ৪৫০০এমএএইচ ব্যাটারি।
advertisement
Pixel Watch -
অনেক সময় ধরে বাজার অপেক্ষা করে থিল এই ওয়াচের। রিপোর্ট অনুযায়ী গুগলের ওয়্যারওএস অপারেটিং সিস্টেম যুক্ত এই ওয়াচের কাজ এখনও চলছে। এখনও বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। স্লিপ ট্র্যাকিং, হারট রেট মনিটরিং এর অ্যতম ফিচার- স্মার্ট হোম ডিভাইসও এর মাধ্যমে চালানো যাবে।
Pixel Fold -
রিপোর্ট অনুযায়ী Google I/O 2022 অনুষ্ঠানে লঞ্চ করা হতে পারে এই নতুন ফোন। এটি গুগলের প্রথম ফোল্ডিং ডিসপ্লে ফোন। রিপোর্ট অনুযায়ী এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২এল ওএস। আগে শোনা গিয়েছিল যে এই ফোন লঞ্চ করা হতে পারে ২০২২ সালের শেষের দিকে। কিন্তু রিপোর্ট অনুযায়ী গুগলের Google I/O 2022 অনুষ্ঠানে লঞ্চ করা হতে পারে এই নতুন ফোন।
New Nest Hub -
রিপোর্ট অনুযায়ী Google I/O 2022 অনুষ্ঠানে লঞ্চ করা হতে পারে এই নতুন স্পিকার। রিপোর্ট অনুযায়ী গুগল তাদের স্মার্ট স্পিকার্সের নতুন স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে পারে। মনে করা হচ্ছে নতুন এই স্মার্ট ডিসপ্লে ডিটাচেবেল স্ক্রিন সহ আসতে পারে।