TRENDING:

জোর ঝটকা খেল গুগল, বার্ড-এর বিজ্ঞাপনে ভুল তথ্য! রাতারাতি ১০০ বিলিয়ন ডলার সাফ

Last Updated:

এআই প্রযুক্তির দুনিয়ায় বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে এখনও কোনও সদুত্তর নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির দৌড়ে কি ক্রমশ পিছিয়ে পড়ছে গুগল? তেমনটা মনে করছেন অনেকেই। গুগল অবশ্য নিজেদের সেরা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু সুফল মিলছে না। এআই প্রযুক্তির দুনিয়ায় বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে এখনও কোনও সদুত্তর নেই।
জোর ধাক্কা খেল গুগল
জোর ধাক্কা খেল গুগল
advertisement

সাম্প্রতিক একটি ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিজ্ঞাপনের জন্য ডিজাইন করা গুগলের নতুন এআই বট প্রশ্নের ভুল উত্তর দিচ্ছে! এই বিজ্ঞাপন সামনে আসার পরই গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার হু-হু করে পড়তে শুরু করে। পরিসংখ্যান অনুযায়ী, অ্যালফাবেটের শেয়ার ৭.৬৮ শতাংশ কমেছে। যার ফলে কোম্পানির মার্কেট ক্যাপে ক্ষতির পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেশি।

advertisement

সোমবার ট্যুইটারে একটি বিজ্ঞাপন ভিডিও প্রকাশ পায়। সেখানে বার্ড নামে পরিচিত বটকে জিজ্ঞাসা করা হয়, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আবিষ্কার সম্পর্কে ৯ বছরের ছেলেকে কী বলবেন? বার্ডের উত্তর, এই টেলিস্কোপই প্রথম সৌরজগতের বাইরের গ্রহের ছবি তোলে। কিন্তু আদতে ২০০৪ সালে ইউরোপে বিশাল এক টেলিস্কোপ থেকে এই ছবি তোলা হয়।

আরও পড়ুন: ওএমআর শিটেই গোপন সংকেত! মানিক-কুন্তল জুটির নয়া কীর্তি ফাঁস, আদালতে দাবি ইডি-র

advertisement

এই ভিডিও সামনে আসতেই রে-রে করে ওঠেন জ্যোতিবির্জ্ঞানীরা। নিউক্যাসল ইউনিভার্সিটির ফেলো ক্রিস হ্যারিসন ট্যুইটারে লেখেন, ‘এই উত্তর শেয়ার করার আগে যাচাই করেননি কেন’? এই ভিডিও সামনে আসার আগে বার্ড নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহও তুঙ্গে ছিল। কিন্তু একটা ভিডিও-ই সব কিছুতে জল ঢেলে দিল।

মাইক্রোসফট ওপেন এআই চ্যাটজিপিটি চালু করার পর থেকেই গুগল কিছুটা চাপে। বিজনেস স্কুলের পরীক্ষার উত্তর, গান লেখা এবং অন্যান্য প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর থেকেই এই বট ভাইরাল। চলতি সপ্তাহে মাইক্রোসফট বলেছে, গুগলের থেকে অনেক পিছিয়ে থাকা বিং সার্চ ইঞ্জিনে তারা আরও উন্নত আকারে চ্যাটজিপিটি প্রযুক্তি ব্যবহার করবে। বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে বলেছেন, প্রযুক্তিতে তাড়াহুড়ো করলে ভুল তো বটেই, চুরির ঘটনাও বেড়ে যায়।

advertisement

গুগলের এক মুখপাত্র বলছেন, ‘আমরা এই সপ্তাহ থেকেই টেস্টিং টেস্টার প্রোগ্রাম চালু করেছি। এতে সব ধরনের ত্রুটি ধরা পড়বে। যাতে আমরা গুণমান, নিরাপত্তা এবং সমস্ত মাপকাঠি পূরণ করতে পারি’।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জোর ঝটকা খেল গুগল, বার্ড-এর বিজ্ঞাপনে ভুল তথ্য! রাতারাতি ১০০ বিলিয়ন ডলার সাফ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল