TRENDING:

জিও গ্রাহকদের জন্য সুখবর !

Last Updated:

জিও গ্রাহকদের সুখবর নিয়ে এল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  জিও-র সামার সারপ্রাইজ অফারে জল ঢেলে দিয়েছিল ট্রাই ৷ জিওকে সোজা জানিয়ে দেয়, তুলে নিতে হবে জিও-র তিনমাসের ফ্রি পরিষেবা ৷ অর্থাৎ একবার রিচার্জ করে, তিন মাসের ফ্রি পরিষেবা ব্যবহারের দিকে নিষেধাজ্ঞা জারি করে ট্রাই ৷ জিও-র তরফে জানানো হয় যে তারা ট্রাইয়ের নির্দেশ মেনে নেবে ৷ এবং তা মেনে নিয়ে এই অফারটি প্রত্যাহার করা হয় ৷
advertisement

এর জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল বাকি মোবাইল সংস্থাগুলি ৷ কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না ৷ কারণ গ্রাহকদের জন্য আরও একটা নতুন দুর্দান্ত অফার ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷ নাম ‘জিও ধন ধনা ধন অফার’ ৷ এই অফারে মাত্র ৩০৯ ও ৫০৯ টাকার রিচার্জ করলেই ফের দারুণ সব  সুবিধা পাচ্ছেন জিও-র গ্রাহকরা ৷

advertisement

এই অফারটি লঞ্চ করার পর প্রতিদ্বন্দী টেলিকম সংস্থাগুলি অভিযোগ জানায় যে এই অফারটিও সামার সারপ্রাইজের মত ৷ কেবল নাম বদল করে তা ফের বাজারে এনেছে মুকে আম্বানির সংস্থা ৷ ট্রাইয়ের কাছে তারা ফের এই বিষয়ে অভিযোগ জানায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এরপর থেকেই জিও গ্রাহকরা আশঙ্কায় ছিল যে সামার সারপ্রাইজের মতো ধন ধনা ধন অফার বাতিল না করে দেয় ট্রাই ৷ তবে জিও গ্রাহকদের সুখবর নিয়ে এল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ৷ ট্রাইয়ের একটি রিপোর্টে জানানো হয়েছে 'ধন ধনা ধন অফার'কে তারা ছাড়পত্র দিয়েছে ৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে এই অফারে কোনও সমস্যা নেই ৷ এই অফারটি অনেকাংশেই সামার সারপ্রাইজের চেয়ে আলাদা ৷ তাই জিও গ্রাহকরা নিশ্চিন্তে এই অফারের সুবিধা নিতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও গ্রাহকদের জন্য সুখবর !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল