এর জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল বাকি মোবাইল সংস্থাগুলি ৷ কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না ৷ কারণ গ্রাহকদের জন্য আরও একটা নতুন দুর্দান্ত অফার ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷ নাম ‘জিও ধন ধনা ধন অফার’ ৷ এই অফারে মাত্র ৩০৯ ও ৫০৯ টাকার রিচার্জ করলেই ফের দারুণ সব সুবিধা পাচ্ছেন জিও-র গ্রাহকরা ৷
advertisement
এই অফারটি লঞ্চ করার পর প্রতিদ্বন্দী টেলিকম সংস্থাগুলি অভিযোগ জানায় যে এই অফারটিও সামার সারপ্রাইজের মত ৷ কেবল নাম বদল করে তা ফের বাজারে এনেছে মুকে আম্বানির সংস্থা ৷ ট্রাইয়ের কাছে তারা ফের এই বিষয়ে অভিযোগ জানায় ৷
এরপর থেকেই জিও গ্রাহকরা আশঙ্কায় ছিল যে সামার সারপ্রাইজের মতো ধন ধনা ধন অফার বাতিল না করে দেয় ট্রাই ৷ তবে জিও গ্রাহকদের সুখবর নিয়ে এল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ৷ ট্রাইয়ের একটি রিপোর্টে জানানো হয়েছে 'ধন ধনা ধন অফার'কে তারা ছাড়পত্র দিয়েছে ৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে এই অফারে কোনও সমস্যা নেই ৷ এই অফারটি অনেকাংশেই সামার সারপ্রাইজের চেয়ে আলাদা ৷ তাই জিও গ্রাহকরা নিশ্চিন্তে এই অফারের সুবিধা নিতে পারবেন ৷