TRENDING:

Gmail Spam: রোজ মেল-বক্স ফুল! নেই মেমরি! জি-মেলে স্প্যাম আটকাতে চান? জানুন উপায়!

Last Updated:

Gmail Spam: এক নজরে দেখে নেওয়া যাক জি-মেল অ্যাকাউন্টে স্প্যাম বন্ধ করার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  যারা জি-মেল ব্যবহার করেন, তাঁরা প্রতিনিয়ত একটি বিষয় নিয়ে খুবই সমস্যায় পড়েন। কারণ প্রতিনিয়ত জি-মেলে বিভিন্ন ধরনের স্প্যাম ই-মেল আসতে থাকে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ই-মেল তো আসেই। এর ফলে খুব সহজে জি-মেল ইউজারদের মেলবক্স ভরে ওঠে। এর ফলে অনেকেই প্রয়োজনের সময় নিজেদের গুরুত্বপূর্ণ মেল খুঁজে পেতে সমস্যায় পড়েন। কিন্তু খুব সহজেই এই ধরনের স্প্যাম মেল বন্ধ করা যেতে পারে। কয়েকটি নির্দিষ্ট উপায় অনুসরণ করলেই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক জি-মেল অ্যাকাউন্টে স্প্যাম বন্ধ করার উপায়।
advertisement

যেখান থেকে স্প্যাম ই-মেল পাঠানো হচ্ছে, সেটি ব্লক করে রিপোর্ট করতে হবে -

এর জন্য সবার প্রথমে নিজেদের জি-মেল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর সেই সকল স্প্যাম ই-মেল বেছে নিতে হবে, যাদের ব্লক করতে হবে। এরপর উপরে থাকা আই আইকনে ক্লিক করতে হবে। এরপর সেখানে রিপোর্ট স্প্যাম অথবা রিপোর্ট স্প্যাম অ্যান্ড আনসাবস্ক্রাইব অপশন দেখা যাবে। এরপর এখান থেকে নিজেদের প্রয়োজন মতো যে কোনও একটি বিকল্প বেছে নিতে হবে এবং তাতে ক্লিক করতে হবে। এই কাজটি করলেই নিজেদের জি-মেল অ্যাকাউন্টে এই ধরনের মেল আসা বন্ধ হয়ে যাবে।

advertisement

স্প্যাম ইমেল বোঝার জন্য ফিল্টার তৈরি করতে হবে -

এর জন্য সবার প্রথমে নিজেদের জি-মেল অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর সবার উপরে থাকা সার্চ বক্সে ক্লিক করতে হবে। সেখানে আনসাবস্ক্রাইব লিখে টাইপ করতে হবে। এরপর সকল প্রমোশনাল ই-মেলের সাবস্ক্রিপশন বন্ধ করার জন্য ইনডেক্স তৈরি করতে হবে। এরপর সকল স্প্যাম ই-মেল বেছে নিতে হবে। এরপর ওপরে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এরপর ফিল্টার মেসেজ লাইক দিজ অপশনে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজেদের ইচ্ছামতো সেই ই-মেলের সঙ্গে কী করা দরকার, তা বেছে নিতে হবে। এক্ষেত্রে ইউজাররা যদি চান সেই ই-মেল নিজের থেকেই সরিয়ে দেওয়া হোক, তাহলে ক্রিয়েট আ ফিল্টার অপশন বেছে নিতে হবে। এরপর ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে ইউজারদের ফিল্টার।

advertisement

অস্থায়ী ই-মেল আইডির প্রয়োগ -

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

স্প্যাম ইমেল থেকে বাঁচার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল অস্থায়ী ই-মেল আইডি তৈরি করা। এর ফলে ইউজারদের প্রধান ই-মেল আইডি স্প্যাম থেকে সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে ইউজাররা নিজেই জি-মেলে একটি অস্থায়ী ই-মেল আইডি তৈরি করতে পারেন এবং সেটি বিভিন্ন জায়গায় দিতে পারেন। তাতে স্প্যাম মেল সেই অ্যাড্রেসে আসবে এবং কাজের আইডি-র মেমোরি উপচে উঠবে না।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gmail Spam: রোজ মেল-বক্স ফুল! নেই মেমরি! জি-মেলে স্প্যাম আটকাতে চান? জানুন উপায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল