Gmail-এর Smart Compose ফিচার ব্যবহার ডিফল্ট হিসেবে এনেবল করাই থাকে। এর স্টেটাস চেক করতে বা টার্ন অন, টার্ন অফ করতে এই সেটিংস ব্যবহার করতে হবে-
ডেস্কটপের ক্ষেত্রে- Settings > General > Smart Compose
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে- Menu > Settings > Your account > General > Smart Compose
আরও পড়ুন: OnePlus 12 এবং OnePlus 12R-এর ফিচার কতটা আলাদা? কোনটা আপনার জন্য সেরা? কেনার আগে জেনে নিন
advertisement
Gmail-এর Smart Compose ফিচার নিয়ে যা জানা দরকার:
– আমরা যখন টাইপ করি, তখন এই ফিচার দরকার মতো শব্দ বা বাক্য সাজেস্ট করে, তা দেখা যায় কার্সারের নিচে একটা নীল বক্সে।
– এটা ইউজারের মেল লেখার প্রবণতা এবং শব্দ ব্যবহারের প্রবণতা অনুসারে হয়।
– যে সাজেশন আসছে, তা অ্যাকসেপ্ট করতে হলে বক্সে ট্যাপ করলেই হবে বা রাইট অ্যারো ব্যবহার করতে হবে।
– যে সাজেশন আসছে, তা অ্যাকসেপ্ট করতে না চাইলে লিখে গেলেই হল, লেখারগতিতে আপনাআপনি সাজেশন মুছে যাবে।
– অথবা ESC বাটন প্রেস করেও সাজেশন মোছা যায়।
Gmail-এর Smart Compose ফিচার পার্সোনালাইজ করতে হলে:
– স্মার্ট কম্পোজ বক্সের পাশে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
– এবার বেছে নিতে হবে Manage Smart Compose settings।
– এখান থেকেই সাজেশন ঠিক কেমন হবে, তা মর্জি মতো ঠিক করে নেওয়া যাবে।
Gmail-এর Smart Compose ফিচারের সাজেশন উপযুক্ত মনে না হলে যা করা যায়:
– রয়েছে রিপোর্ট করার সুবিধা।
– স্মার্ট কম্পোজ বক্সের পাশে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
– এবার বেছে নিতে হবে Report Smart Compose Suggestion।
– পরের বার থেকে আর অ্যালগরিদম নির্ধারিত সাজেশন মেল লেখার সময়ে উত্যক্ত করবে না।