TRENDING:

Gmail Translate: এবার জিমেলে বিরাট পরিবর্তন, ফোনেই অনুবাদ করার মহাসুযোগ! দেখে নিন কীভাবে

Last Updated:

Gmail Translate: জিমেলের ইউজাররা কম্পিউটার ছাড়াও ফোনেও ব্যবহার করতে পারবে নতুন এই ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক জিমেলের এই ফিচারের সমস্ত খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি গুগল তাদের জিমেল অ্যাপের জন্য একটি নতুন ফিচারের ঘোষণা করেছে। জিমেলের নতুন ফিচারের মাধ্যমে ট্রান্সলেট করা যাবে ই-মেল। জিমেলের এই নতুন ফিচার ইউজারদের স্থানীয় ভাষায় ই-মেল অনুবাদ করতে দেবে। জিমেলের এই ফিচার আগে শুধুমাত্র ওয়েবেই উপলব্ধ ছিল। এখন থেকে জিমেলের এই ফিচার অ্যান্ড্রয়েড এবং iOS ডিভাইসগুলিতেও চালু হচ্ছে৷ অর্থাৎ জিমেলের ইউজাররা কম্পিউটার ছাড়াও ফোনেও ব্যবহার করতে পারবে নতুন এই ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক জিমেলের এই ফিচারের সমস্ত খুঁটিনাটি।
মোবাইল ফোনেই ট্রান্সলেট করা যাবে জিমেলের ই-মেল;
মোবাইল ফোনেই ট্রান্সলেট করা যাবে জিমেলের ই-মেল;
advertisement

গুগলের তরফে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে যে, “প্রায় এক বছর ধরে, আমাদের ইউজাররা সহজেই ওয়েবে জিমেলের ই-মেলগুলি ১০০টিরও বেশি ভাষায় অনুবাদ করছেন। আজ থেকে আমরা জিমেল মোবাইল অ্যাপের মধ্যে একটি নেটিভ ট্রান্সলেশন ইন্টিগ্রেশন ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। যেটি জিমেলের ইউজারদের অনুবাদ করা ভাষার মাধ্যমে নির্বিঘ্নে যোগাযোগ করতে সক্ষম করবে।”

advertisement

এই ফিচার ইমেলের বিষয়বস্তুর ভাষা সনাক্ত করে এবং ই-মেলের শীর্ষে একটি ব্যানার প্রদর্শন করে। যা ইউজারদের সেট করা পছন্দের ভাষায় অনুবাদ করার প্রস্তাব দেয়। যেমন, যদি একটি ই-মেল স্প্যানিশ ভাষায় হয় এবং ইউজারদের ভাষা ইংরেজি হয়, তাহলে তাদের অনুবাদিত ই-মেল দেখতে “Translate to English” অপশনে ক্লিক করতে হবে।

advertisement

আরও পড়ুন: গুগল সার্চে এবার গ্রামার চেক ফিচার, কোথায় কোথায় সাহায্য করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

ইউজাররা যদি ই-মেলটি অনুবাদ করতে না চান, তাহলে ব্যানারটি খারিজও করতে পারেন। ইউজাররা চাইলে কোনও নির্দিষ্ট ভাষা থেকে আর কখনও ই-মেল অনুবাদ না করার অপশনও বেছে নিতে পারেন। ইউজাররা সেটিংসে তাঁদের অনুবাদের পছন্দগুলি কাস্টমাইজ করতে পারেন। সেখানে তাঁরা যে ভাষা সবসময় অনুবাদ করতে চান, তা নির্বাচন করতে পারেন৷

advertisement

জিমেলের নতুন ফিচার ব্যবহার করার উপায় –

– একটি ই-মেল অনুবাদ করতে ইউজারদের জিমেলের ই-মেলের শীর্ষে থাকা “Translate” অপশনে ক্লিক করতে হবে।

– ইউজাররা চাইলে ট্রান্সলেটের অপশন বাতিল করতে পারেন। কিন্তু, যখন জিমেল সনাক্ত করবে যে ই-মেলের বিষয়বস্তু সেট করা ভাষা থেকে আলাদা তা আবার দেখা যাবে।

– একটি নির্দিষ্ট ভাষার জন্য “Translate” ব্যানারটি বন্ধ করতে, ইউজারদের “Don’t translate [language] again” অপশনটি বেছে নিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

– যদি সিস্টেমটি অন্য ভাষা সনাক্ত না করে তবে মেলটিকে ম্যানুয়ালি অনুবাদ করার একটি বিকল্প থ্রি ডট মেনুতে পাওয়া যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gmail Translate: এবার জিমেলে বিরাট পরিবর্তন, ফোনেই অনুবাদ করার মহাসুযোগ! দেখে নিন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল