TRENDING:

Smart LED: সাধারণ এলইডি না কি স্মার্ট এলইডি? বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আদর্শ কোন ধরনের বাল্ব... জানুন

Last Updated:

অনেকেই সাধারণ এলইডি বাল্ব এবং স্মার্ট এলইডি বাল্বের মধ্যে পার্থক্য জানেন না। এর ফলে স্মার্ট বাল্বের সুবিধা গ্রহণ করতে পারেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা সাধারণত ঘরে এলইডি বাল্ব ব্যবহার করি। বাজারে দু’ধরনের এলইডি বাল্ব পাওয়া যায়- সাধারণ বাল্ব এবং স্মার্ট এলইডি বাল্ব। যে কোনও লাইটের খুচরো দোকান এবং ই-কমার্স সাইট থেকেও গ্রাহকরা নানা ডিজাইনের এলইডি বাল্ব কিনতে পারেন। তবে অনেকেই সাধারণ এলইডি বাল্ব এবং স্মার্ট এলইডি বাল্বের মধ্যে পার্থক্য জানেন না। এর ফলে স্মার্ট বাল্বের সুবিধা গ্রহণ করতে পারেন না।
Bajaj LEDZ 8.5W Rechargeable Emergency Inverter LED Bulb
Amazon থেকে আপাতত এই বাল্ব কেনা যাবে, জ্বলবে কারেন্ট চলে যাওয়ার পরে ৪ ঘণ্টা পর্যন্ত। দাম মাত্র ২৮৯ টাকা।
Bajaj LEDZ 8.5W Rechargeable Emergency Inverter LED Bulb Amazon থেকে আপাতত এই বাল্ব কেনা যাবে, জ্বলবে কারেন্ট চলে যাওয়ার পরে ৪ ঘণ্টা পর্যন্ত। দাম মাত্র ২৮৯ টাকা।
advertisement

বর্তমানে বাজারে স্মার্ট এলইডি বাল্ব ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। যাঁরা স্মার্ট এলইডি বাল্বের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান তাদের জন্যই এই লেখা। এরপরে গ্রাহকরা সহজেই নিজেদের বাড়িতে স্মার্ট এলইডি বাল্ব ব্যবহার করতে পারবেন।

সাধারণ এলইডি বাল্ব সম্পর্কে বলতে হলে বলা যায় এটি শুধুমাত্র সাদা রঙের আলো দেয়। এছাড়াও এটি বিদ্যুৎ বিলের খরচ কমাতেও অত্যন্ত সহায়ক। শুধু তাই নয়, এই সাধারণত এলইডি বাল্ব রোজকার জীবনে ব্যবহার করা যায়, এর সাহায্যে পড়াশুনা বা গুরুত্বপূর্ণ যে কোনও ধরনের কাজ করতে কোনও সমস্যায় পড়তে হয় না।

advertisement

সাধারণ এলইডি বাল্বের দাম মাত্র ৫০ টাকা থেকে শুরু হয় এবং প্রায় ২০০ টাকা পর্যন্ত মূল্যে বাজারে বিক্রি হয়৷ তবে এগুলোর দামও নির্ধারিত হয় আকার অনুযায়ী। তাই এই বাল্ব কেনা খুবই লাভজনক। সাধারণ এলইডি বাল্বগুলি আকারে ছোট, তবে খুব বেশি আলো দেয় এবং রোজাকার ব্যবহারের জন্য একটি ভাল বিকল্প হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এবারে আসা যাক স্মার্ট এলইডি বাল্বের কথায়। স্মার্ট এলইডিগুলি সাধারণ এলইডি বাল্বের চেয়ে আকারে কিছুটা বড়। সাধারণ এলইডি বাল্বের তুলনায় এর দাম কিছুটা বেশি। স্মার্ট এলইডি বাল্ব অনেক আকারে পাওয়া যায় এবং সেগুলিকে গ্রাহকরা পছন্দের আকারে বেছেও নিতে পারেন। স্মার্ট এলইডি বাল্বের উজ্জ্বলতা সাধারণ এলইডি বাল্বের থেকে কম। তবে স্মার্ট এলইডি বাল্বের আলো ও রঙ পরিবর্তন করা যায়। এগুলির প্রারম্ভিক মূল্য ৩০০ টাকা থেকে শুরু হয় এবং ১০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়৷ এগুলি সাধারণত গেটট্যুগেদার বা পার্টিতে ব্যবহৃত হয়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smart LED: সাধারণ এলইডি না কি স্মার্ট এলইডি? বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আদর্শ কোন ধরনের বাল্ব... জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল