‘সাইন ইন উইথ অ্যাপেল’ নামের টুলটির সবচেয়ে বড় সুবিধা হলো ব্যবহারকারী সম্পর্কে এতে খুব কম তথ্য থাকবে। যেমন এই টুলের সাহায্যে নিজের ইমেল অ্যাড্রেস হাইড করে রাখা যাবে। হাইড করার অপশনটি বেছে নিলে ব্যবহারকারীর আসল ইমেইল অ্যাড্রেসে অন্য একটি ইমেইল আইডি পাঠাবে অ্যাপল। যা দিয়ে লগ ইন করলে আসল ইমেইল আইডিটি গোপন থাকবে।
advertisement
এই বছরের শেষের মধ্যে বিটা ভার্শন টেস্টিং শেষ হয়ে যাবে। আগামী বছরের প্রথম ভাগ থেকে টুলটি ব্যবহার করা যাবে। আশা করা হচ্ছে যে iOS 13 এর অফিশিয়াল রিলিজ-এর সাথেই লঞ্চ হবে এই ফিচারটিও।
ফেইসবুক বা গুগল অ্যাকাউন্ট থেকে থার্ড পার্টি অ্যাপে সাইন ইন করলে ব্যবহারকারীদের তথ্য নিয়ে তা বিজ্ঞাপন দেখানো কাজে ব্যবহার করা হয়। তাই নতুন টুলটি যুক্ত হলে থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহারকারীর তথ্য নিতে পারবে না।
আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও অ্যাপল টিভি সব প্ল্যাটফর্মেই টুলটি কাজ করবে।
অ্যাপল আইডি দিয়ে সাইন ইনের সুবিধা রাখতে চাইলে থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদেরকে ‘সাইন ইন উইথ অ্যাপল’ অপশনটি যুক্ত করতে হবে অ্যাপে।
