Samsung Galaxy F23 5G:
ফ্লিপকার্ট সেলে এই ফোনের বেস মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়। ব্যাঙ্ক ডিসকাউন্ট বাবদ গ্রাহকরা মাত্র ১৩,২৪৯ টাকায় Samsung Galaxy F23 5G মডেলটি কিনতে পারবেন। এ ছাড়াও গ্রাহকরা SBI কার্ডে ১,০০০ টাকারও ছাড় পেতে পারেন।
Redmi Note 10S:
5G ফোনের ক্ষেত্রে এই মডেলটি এক কথায় অনবদ্য। এই ফোনটি 6 GB RAM-সহ মাত্র ১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়াও বিশেষ ছাড়ের আওতায় ৪,০০০ টাকা ছাড়ও পাবেন গ্রাহকরা। SBI কার্ড হোল্ডাররা ৫% ক্যাশব্যাকও পেতে পারেন।
advertisement
Realme 9 5G:
এই ফোনটি মাত্র ১৩,৯৯৯ টাকার অফার মূল্যে পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকরা Flipkart Axis Bank কার্ডের সাহায্যে ৫% ক্যাশব্যাক পাবেন। এ ছাড়াও বিশেষ ছাড়ে গ্রাহকরা ৩,০০০ টাকা ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ একমাত্র ছেলে! বেঁচে আছে তো? কান্নায় ভেঙে পড়লেন বাবা-মা!
Poco M4 Pro:
এই ফোনটি ডিস্কাউন্টের পরে সর্বমোট ১২,২৪৯ টাকার সেলে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা SBI কার্ড দিয়ে পেমেন্ট করলে ১০% ছাড়ে পাবেন। এ ছাড়াও SBI ব্যাঙ্ক কার্ড হোল্ডাররা ১০% ছাড় পাবেন। এই ফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্ট 6 GB RAM এবং 8 GB RAM-এ পাওয়া যাবে।
Vivo T1:
ফ্লিপকার্টের সেলে এই ফোনটি মাত্র ১৪,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে SBI কার্ড হোল্ডাররা পেমেন্টের মাধ্যমে এই ফোনে আরও ১,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। ফোনটিতে মোট তিনটি ভ্যারিয়ান্ট রয়েছে 4 GB, 6 GB এবং 8 GB।