TRENDING:

Flipkart Sale: ফ্লিপকার্ট সেলে বাম্পার ডিসকাউন্ট! জলের দরে বিকোচ্ছে স্মার্টফোন! না কিনলেই মিস!

Last Updated:

Flipkart Sale : যাঁরা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাঁদের জন্য ফ্লিপকার্টের (Flipkart) 'ইলেকট্রনিক সেল' আকর্ষণীয় সব অফার নিয়ে হাজির হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  অবিশ্বাস্য কম দামে স্মার্টফোন! নতুন স্মার্টফোন কেনার সময় আমাদের অন্যতম লক্ষ্য থাকে আমাদের বাজেট। কেননা দামের কথা মাথায় রেখেই কিন্তু বেশিরভাগ মানুষ ফোনের ফিচারের দিকে নজর দেন। এমন পরিস্থিতিতে যাঁরা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাঁদের জন্য ফ্লিপকার্টের (Flipkart) 'ইলেকট্রনিক সেল' আকর্ষণীয় সব অফার নিয়ে হাজির হয়েছে। তবে অফার লিমিটেড, 'ইলেকট্রনিক সেল'-র শেষ দিন ২৫ অগস্ট। এ বারে জেনে নেওয়া যাক সেলে পাওয়া সব থেকে আকর্ষণীয় ডিলের স্মার্টফোন সম্পর্কে।
advertisement

Samsung Galaxy F23 5G:

ফ্লিপকার্ট সেলে এই ফোনের বেস মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়। ব্যাঙ্ক ডিসকাউন্ট বাবদ গ্রাহকরা মাত্র ১৩,২৪৯ টাকায় Samsung Galaxy F23 5G মডেলটি কিনতে পারবেন। এ ছাড়াও গ্রাহকরা SBI কার্ডে ১,০০০ টাকারও ছাড় পেতে পারেন।

Redmi Note 10S:

5G ফোনের ক্ষেত্রে এই মডেলটি এক কথায় অনবদ্য। এই ফোনটি 6 GB RAM-সহ মাত্র ১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়াও বিশেষ ছাড়ের আওতায় ৪,০০০ টাকা ছাড়ও পাবেন গ্রাহকরা। SBI কার্ড হোল্ডাররা ৫% ক্যাশব্যাকও পেতে পারেন।

advertisement

Realme 9 5G:

এই ফোনটি মাত্র ১৩,৯৯৯ টাকার অফার মূল্যে পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকরা Flipkart Axis Bank কার্ডের সাহায্যে ৫% ক্যাশব্যাক পাবেন। এ ছাড়াও বিশেষ ছাড়ে গ্রাহকরা ৩,০০০ টাকা ছাড় পেতে পারেন।

আরও পড়ুন:  ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ একমাত্র ছেলে! বেঁচে আছে তো? কান্নায় ভেঙে পড়লেন বাবা-মা!

advertisement

Poco M4 Pro:

এই ফোনটি ডিস্কাউন্টের পরে সর্বমোট ১২,২৪৯ টাকার সেলে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা SBI কার্ড দিয়ে পেমেন্ট করলে ১০% ছাড়ে পাবেন। এ ছাড়াও SBI ব্যাঙ্ক কার্ড হোল্ডাররা ১০% ছাড় পাবেন। এই ফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্ট 6 GB RAM এবং 8 GB RAM-এ পাওয়া যাবে।

Vivo T1:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফ্লিপকার্টের সেলে এই ফোনটি মাত্র ১৪,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে SBI কার্ড হোল্ডাররা পেমেন্টের মাধ্যমে এই ফোনে আরও ১,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। ফোনটিতে মোট তিনটি ভ্যারিয়ান্ট রয়েছে 4 GB, 6 GB এবং 8 GB।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Flipkart Sale: ফ্লিপকার্ট সেলে বাম্পার ডিসকাউন্ট! জলের দরে বিকোচ্ছে স্মার্টফোন! না কিনলেই মিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল