আরও পড়ুন:
অনলাইনে পুরনো ফোন বিক্রি করার জন্য বাজারে অনেক প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু, অনেকেই জানেন না যে, পুরানো ফোন ফ্লিপকার্টের মাধ্যমেও বিক্রি করা যেতে পারে। কিন্তু, এটিকে ফোন এক্সচেঞ্জ হিসাবে বিবেচনা করা হয় না। ফ্লিপকার্টে পুরনো ফোন বিক্রি করার বিকল্প এই অ্যাপের মাধ্যমেই পাওয়া যাচ্ছে। কোম্পানি Apple, Samsung, Realme, Motorola, Oppo এবং Vivo-র মতো প্রায় সব ব্র্যান্ড গ্রহণ করে থাকে।
advertisement
বিশেষ বিষয় হল এখানে পুরনো ফোন বিক্রি করলে বাড়ি থেকে পিকআপ করা হয় এবং টাকাও পাওয়া যায় সঙ্গে সঙ্গে। বর্তমানে এই সুবিধা ভারতের সমস্ত জায়গায় উপলব্ধ নয়। এর জন্য প্রথমেই বিক্রেতাদের নিজেদের পিন কোড দিয়ে চেক করে নিতে হবে। Flipkart-এ পুরনো ফোন বিক্রি করতে, প্রথমে বিক্রেতাদের সেই অ্যাপ খুলতে হবে। তারপর ক্যাটাগরিতে গিয়ে Phonecash অপশনটি সার্চ করতে হবে। এটিতে ক্লিক করলে বিক্রেতারা Sell Your Phone অপশন দেখতে পাবেন।
আরও পড়ুন: আর কিনতে হবে না এসি, ফ্রিজ! সস্তায় ভাড়া নিন! জেনে নিন সহজ উপায় ও সেরা ঠিকানা
তারপর একটি বক্সে নিজেদের ফোনের নাম লিখে সার্চ করতে হবে। বিক্রেতারা যদি চান, তাহলে ফোনের ব্র্যান্ডের লোগো নির্বাচন করতে পারেন এবং এটি থেকে ডিভাইসটি দেখতে পারেন। তারপরে বিক্রেতাদের নিজেদের ফোনের ভ্যারিয়েন্ট নির্বাচন করতে হবে।
বিক্রেতারা ভ্যারিয়েন্টটি নির্বাচন করার সঙ্গে সঙ্গে, স্ক্রিনে ফোনের আনুমানিক দাম দেখতে পাবেন। কিন্তু, সেই ফোনটির আসল দাম জানতে চাইলে, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন – ফোনের বয়স কত, কোনও সমস্যা আছে কি না ইত্যাদি। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে, বিক্রেতারা পিকআপ বিকল্পের জন্য এগিয়ে যেতে সক্ষম হবেন এবং পুরনো ফোনটি বিক্রি করতে পারবেন।