এখন সেই ছাড় পাওয়া অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ভারতীয় নাগরিকদের। বছরের এই সময়টিতে Amazon এবং Filpkart-এর মতো ই-কমার্স জায়ান্টগুলি প্রায় সমস্ত ধরনের পণ্যের উপর লোভনীয় ছাড় দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসে৷ Flipkart ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে তার ‘বিগ বিলিয়ন ডেজ সেল’-এর কথা। কী কী ধরনের পণ্যে কেমন কেমন ছাড় পাওয়া যাবে তার একটা প্রাথমিক ইঙ্গিত দিলেও Flipkart-এর ঝুলিতে যে আরও লোভনীয় অফার রয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। সেগুলি সম্পর্কে জানা যাবে আগামী দিনে।
advertisement
Flipkart-এর এই বিশেষ ছাড়ে সাশ্রয়ী মূল্যে কিনে নেওয়া যাবে ভারতে জনপ্রিয় Nothing Phone1 এবং Google Pixel 7। এই দু’টি ফোনই মিড-রেঞ্জ।
জেনে নেওয়া যাক বিস্তারিত—
ইতিমধ্যেই জানা গিয়েছে Nothing Phone1 এবং Pixel 7 সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে Flipkart-এ। গত বছর লঞ্চ করেছিল Google Pixel 7। বিগ বিলিয়ন ডেজ সেল-এ সেই ফোন পাওয়া যাবে মাত্র ৩৬,৪৯৯ টাকায়। অন্যদিকে Nothing Phone1 পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায়। তবে এই দু’টি ফোন এই দামে পেতে গেলে পূরণ করতে হবে Flipkart-এর সমস্ত শর্ত।
আরও পড়ুন: হাতে আর মাত্র ৬ দিন, সূর্যের গোচরে তৈরি হবে বিশেষ যোগ! ৭ রাশির ভাগ্যে বিরাট বদল
আসলে Google Pixel 7-এর Flipkart তালিকায় দাম এখন ৪১,৯৯৯ টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে ICICI ক্রেডিট কার্ড-এ লেনদেন করলে সরাসরি ৩০০০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে যদি কেউ পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন তাহলে আরও ২৫০০ টাকা ছাড় মিলবে। সেক্ষেত্রে ফোনটির দাম দাঁড়াবে ৩৬,৪৯৯ টাকা।
একই ভাবে Nothing Phone1-এর ক্ষেত্রে, Flipkart ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড-এ লেনদেনের উপর দেবে সরাসরি ৩,০০০ টাকা ছাড়। এই ফোনের ৮GB + ১২৮GB ভেরিয়েন্টের দাম দাঁড়াবে ২৩,৯৯৯ টাকা। এই স্মার্টফোনের ২৫৬ জিবি ভেরিয়েন্টেও একই ডিসকাউন্ট প্রযোজ্য হবে। সেক্ষেত্রে সাদা মডেলের দাম দাঁড়াবে ২৮,৯৯৯ টাকা এবং কালো মডেলের ২৯,৪৯৯ টাকা।