TRENDING:

Truecaller-এ COVID Hospital Directory, কোভিড হাসপাতাল খোঁজার কাজ এখন সহজ

Last Updated:

যে সব ইউজাররা এই অ্যাপ ব্যবহার করেন, তাঁরা সহজেই নিকটবর্তী সেই সব হাসপাতালের খোঁজ পেয়ে যাবেন যেখানে বিশেষ ভাবে শুধু করোনার চিকিৎসাই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
COVID Hospital Directory: সোশ্যাল মিডিয়া খুললেই এখন সব চেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে করোনা সংক্রান্ত খবর। যে যাঁর সাধ্যমতো শেয়ার করে চলেছেন নানা ধরনের হেল্পলাইন নম্বর। কোথাও রয়েছে হাসপাতালের খোঁজ, কোথাও বা আবার উল্লেখ থাকছে অক্সিজেন সরবরাহকারীর। থাকছে কোভিড রোগীদের বাড়িতে বিনামূল্যে খাবার পাঠানোর নানা সংস্থার খবরও। এই সবের মাঝেই এবার জনপ্রিয় কল আইডেন্টিফিকেশন অ্যাপ Truecaller-এ যুক্ত হতে চলেছে COVID Hospital Directory।
Truecaller-এ COVID Hospital Directory, কোভিড হাসপাতাল খোঁজার কাজ এখন সহজ!
Truecaller-এ COVID Hospital Directory, কোভিড হাসপাতাল খোঁজার কাজ এখন সহজ!
advertisement

এই প্রসঙ্গে সংস্থা জানিয়েছে যে তারা কোনও ভাবেই চায় না মানুষ এই পরিস্থিতিতে বিভ্রান্ত বোধ করুক! বস্তুত মানুষকে বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই শুরু হয়েছিল Truecaller-এর পথচলা। এবার সেই পরিষেবা করোনাকালে এল অভিনব রূপ ধরে। কেন না, সোশ্যাল মিডিয়ায় যে সব হেল্পলাইন নম্বর ঘুরে বেড়াচ্ছে, তার কোনটা সঠিক আর কোনটা নয়, তা বুঝে উঠতেই চলে যাচ্ছে অনেকটা সময়। ফলে ইচ্ছা থাকলেও রোগীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে পারছেন না বাড়ির লোকজন। সেই জায়গা থেকেই এবার কাজে আসতে চলেছে Truecaller-এর COVID Hospital Directory।

advertisement

Truecaller-এর দাবি- COVID Hospital Directory-র অধীনে বিশ্বের যে সব ইউজাররা এই অ্যাপ ব্যবহার করেন, তাঁরা সহজেই নিকটবর্তী সেই সব হাসপাতালের খোঁজ পেয়ে যাবেন যেখানে বিশেষ ভাবে শুধু করোনার চিকিৎসাই চলছে। ফলে, রোগীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যাপারে ঝক্কি কমবে, সময় বাঁচবে। শুধু হাসপাতালগুলোর ফোন নম্বরই নয়, একই সঙ্গে Truecaller-এর COVID Hospital Directory-তে থাকবে হাসপাতালের ঠিকানাও। ফলে সব দিক থেকেই সুবিধা পাবেন ইউজাররা। যেহেতু সংস্থা এই তথ্য সরকারের ডেটাবেস থেকে নিচ্ছে, সে কারণে এর সত্যতা নিয়েও কোনও সন্দেহ প্রকাশ করার অবসর নেই। এক দিকে যেমন ডায়াল থেকে সরাসরি অ্যাকসেস করা যাবে Truecaller-এর COVID Hospital Directory, তেমনই আবার আলাদা করে মেনু অপশনে গিয়েও বেছে নেওয়া যাবে এটি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংস্থার ভারতের শাখার ম্যানেজিং ডিরেক্টর ঋষিত ঝুনঝুনওয়ালা জানিয়েছেন যে এই পরিষেবা কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে। তাঁরা ক্রমশ যাচাই করা হাসপাতালের নম্বর এবং ঠিকানা এই COVID Hospital Directory-তে বাড়াতে থাকবেন। তবে এই বিষয়ে একটি কথা স্পষ্ট করে দিয়েছেন ঋষিত। তিনি জানিয়েছেন যে Truecaller-এর COVID Hospital Directory-তে উল্লিখিত হাসপাতালে বেড পাওয়া বা তার পরিষেবা নিয়ে কোনও রকম ভরসা সংস্থা দিচ্ছে না!

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Truecaller-এ COVID Hospital Directory, কোভিড হাসপাতাল খোঁজার কাজ এখন সহজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল