TRENDING:

KYC না থাকলে ৩১ জানুয়ারির পর বাতিল FASTag! কীভাবে সারবেন KYC প্রক্রিয়া, দেখুন

Last Updated:

প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘এক যান, এক FASTag' উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: KYC না করা থাকলে এবার বাতিল হয়ে যাবে FASTag। জানা গিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-র আদেশ অনুসারে যাঁদের KYC অসম্পূর্ণ রয়েছে, তাঁদের সমস্ত FASTags ৩১ জানুয়ারি ২০২৪-এর পরে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
advertisement

প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘এক যান, এক FASTag’ উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ। এর লক্ষ্যই হল একাধিক যানবাহনের জন্য একটি FASTag ব্যবহার বা একাধিক ইলেকট্রনিক টোল সংগ্রহের সরঞ্জামকে একক গাড়ির সঙ্গে যুক্ত করা অভ্যাসতে নিরুৎসাহিত করা।’

একটি গাড়ির জন্য একাধিক FASTag ইস্যু করা হয়েছে, এমন নজির চোখে পড়তেই FASTags-এর জন্য KYC বাধ্যতামূলক করা হয়েছে বলে দাবি NHAI-এর। শুধু তাই নয়, অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গাড়ির উইন্ডস্ক্রিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে FASTag। তাই কড়া হচ্ছে প্রশাসন।

advertisement

আরও পড়ুন- সোয়েটার, জ‍্যাকেট থেকে হুডি, সবেতেই ৫০ শতাংশ ছাড়! খাদি বাজারে লম্বা লাইন

যাঁদের FASTag-এর KYC সম্পূর্ণ নয়, তাঁরা কী করবেন দেখে নেওয়া যাক এক নজরে—

প্রথমেই fastag.ihmcl.com –এ যেতে হবে।

তারপর নিজের প্রোফাইলে গিয়ে FASTag আপডেট করার জন্য KYC বিভাগে ক্লিক করতে হবে।

নির্দিষ্ট অংশে বিশদ বিবরণ পূরণ করে দিতে হবে। এটা হয়ে গেলেই প্রয়োজনীয় KYC নথি এবং একটি পাসপোর্ট ছবি আপলোড করে দিতে হবে।

advertisement

এরপর Declaration ভাল করে পড়ে তা Confirm করে দিতে হবে।

তারপর তা Submit করতে হবে।

এরপর Proceed-এ ক্লিক করলেই KYC ভেরিফিকেশন সম্পন্ন হবে।

কেন জরুরি FASTag—

ভারতীয় যানবাহনগুলির জন্য একটি প্রি-পেইড ট্যাগ হিসেবে এসেছে FASTag। এটি থাকলে যেকোনও টোল প্লাজায় কর দেওয়া হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে। আগে জাতীয় মহাসড়কের টোল প্লাজাগুলিতে বিশাল লাইন পড়ত যানবাহনের।

advertisement

FASTag-এ রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তি রয়েছে, যাতে টোল চার্জ স্বয়ংক্রিয় ভাবে সংগ্রহ করতে পারে সরকার।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকেই FASTag বাধ্যতামূলক করা হয়। তখন ঘোষণা হয়েছিল FASTag না থাকলে ভারতের যেকোনও টোল প্লাজায় দ্বিগুণ কর দিতে হবে।

আরও পড়ুন- এই গ্রামে পুরুষরা তাদের মেয়েদের সঙ্গে বিয়ে ও সহবাস করেন, কারণ জানলে অবাক হবেন

advertisement

কীভাবে কেনা যাবে FASTag—

সারা দেশে বিভিন্ন পয়েন্ট-অফ-সেল (PoS) থেকে পাওয়া যেতে পারে।

ব্যাঙ্ক, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস, কমন সার্ভিস সেন্টার, জাতীয় হাইওয়ে ফি প্লাজা, পেট্রোল পাম্প, ট্রান্সপোর্ট হাব-এ প্রায় ২৮,০০০ টিরও বেশি PoS কাউন্টার স্থাপন করা হয়েছে।

FASTag কেনা হয়ে গেলে, গাড়ির উইন্ডস্ক্রিনে তা আটকে নিতে হবে। এতে টোল প্লাজার RFID মেশিনগুলি ট্যাগটি রিড করতে পারবে। ট্যাক্সও কাটা হয়ে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

FASTag অনলাইন বা অফলাইনে কেনার জন্য, KYC নথিগুলি বাধ্যতামূলক৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
KYC না থাকলে ৩১ জানুয়ারির পর বাতিল FASTag! কীভাবে সারবেন KYC প্রক্রিয়া, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল