TRENDING:

এবার ফেসবুকই খুঁজে দেবে আপনার পার্টনার, আসছে ডেটিং সার্ভিস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার ফেসবুকই খুঁজে দেবে আপনার সঙ্গী বা সঙ্গীনিটিকে ৷ ফেসবুক হতে চলেছে আরও আকর্ষণীয় ৷ ফেসবুক দিতে চলেছে ডেটিং সার্ভিসও ৷
advertisement

ফেসবুক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সিঙ্গেলের সংখ্যা প্রচুর, প্রায় ২০ কোটি ৷ অর্থাৎ তাঁদের কোনও পার্টনারই নেই ৷ ফেসবুকে দাখিল করা তথ্য থেকে জানা গিয়েছে এমনটাই ৷ আর সেই কারণে ফেসবুক চাইছে সেই সব মানুষকে তাঁদের জীবনে কিছু সঙ্গী বা সঙ্গীনিকে এনে দিতে ৷ সেই কারণেই এই প্রচেষ্টা ৷

advertisement

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির বার্ষিক এফএইট ডেভেলপার কনফারেন্সে এই নতুন পরিষেবাটি চালু করার ঘোষণা করেছেন মার্ক জুকেরবার্গ । সেখানে তিনি বলেন, বলেন, ‘‘এই যুগল মেলানোর সেবা নিতে হলে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করতে হবে এবং খুব তাড়াতাড়িই সেটা চালু হবে। সেখানে ব্যবহারকারীরা একে অন্যকে বার্তা পাঠাতে পারবেন।’

জুকেরবার্গ আরও বলেন, ‘‘ফিচারটির মূল উদ্দেশ্য ফেসবুক সদস্যদের মধ্যে স্থায়ী সম্পর্ক তৈরি করা । নতুন এই ফিচারে বর্তমান বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের বাইরে রাখা হবে ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

আর ফেসবুকের তরফে এই ঘোষণার পরেই অন্যান্য ডেটিং সাইটের শেয়ারের দাম ২২ শতাংশ কমে গিয়েছে ৷ হু হু করে কমছে অন্যান্য সাইটের জনপ্রিয়তা ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার ফেসবুকই খুঁজে দেবে আপনার পার্টনার, আসছে ডেটিং সার্ভিস