TRENDING:

ফেসবুক মেসেঞ্জারের এই গুরুত্বপূর্ণ ফিচারের সুবিধাগুলো জানেন তো?

Last Updated:

Facebook Messenger logout process: ইউজাররা চাইলে আলাদাভাবেও ফেসবুক মেসেঞ্জার থেকে লগআউট করতে পারবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল ফেসবুক। সারা বিশ্বে এর অসংখ্য ইউজার রয়েছে। কিন্তু, ফেসবুকে আমাদের অনেকেরই অ্যাকাউন্ট কয়েক বছর আগে তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য ব্যাপার হল ফেসবুকে একটি অ্যাকাউন্ট তৈরি করার সময় থেকে এখনও পর্যন্ত এটিতে অনেক পরিবর্তন এসেছে। ফেসবুকের সঙ্গে সঙ্গে মেসেঞ্জারেও অনেক পরিবর্তন এসেছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি চ্যাট করার জন্য খুবই উপযোগী। এই কারণেই ইউজাররা ফেসবুকের মেসেঞ্জারে সবসময় লগইন করে থাকে। বেশিরভাগ মানুষ ফোনে বা ওয়েবে ফেসবুক এবং মেসেঞ্জার লগ ইন করে রাখে।
advertisement

তবে জানা উচিত যে, ফেসবুক বা মেসেঞ্জার সবসময় লগ আউট করা উচিত, কারণ এখানে হ্যাকিংয়ের ঝুঁকি রয়েছে। কিন্তু, কিছু ইউজারের এই বিভ্রান্তি রয়েছে যে, তারা যদি মেসেঞ্জার থেকে সাইন আউট করতে চায় তবে তাদের ফেসবুক থেকেও লগআউট করতে হবে। কিন্তু, ব্যাপারটা এমন নয়, ইউজাররা চাইলে আলাদাভাবেও ফেসবুক মেসেঞ্জার থেকে লগআউট করতে পারবে।

advertisement

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

উপায় –

কেউ যদি ফেসবুক অ্যাপে মেসেঞ্জার থেকে লগ আউট করতে চায় তবে প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ক্ষেত্রেই একই। যদিও উভয়ের ইন্টারফেস কিছুটা ভিন্ন হতে পারে।

এর জন্য, ইউজারদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস মেনুতে যেতে হবে। এরপর Settings and Privacy> Settings> Security-তে ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি অপশনে ক্লিক করে লগইন-এ যেতে হবে। এখানে ‘Where you’re logged in’বিভাগে যে ডিভাইসটি মেসেঞ্জার থেকে সাইন আউট করতে চান ইউজার, তা সন্ধান করতে হবে৷ মনে রাখতে হবে যে এই ডিভাইসের নিচে মেসেঞ্জার লিখতে হবে। যদি এটি না হয়ে থাকে তাহলে শুধুমাত্র ফেসবুক অ্যাপ থেকে লগ আউট করতে পারবেন ইউজার। কেউ যদি নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসে মেসেঞ্জার থেকে লগ আউট করতে চান, তাহলে তাঁকে Settings এবং তারপরে অ্যাপস-এ যেতে হবে।

advertisement

১) এখান থেকে, নিজেদের ডিভাইসে ডাউনলোড করা অ্যাপগুলির সম্পূর্ণ তালিকা খুলতে হবে এবং মেসেঞ্জার ওপেন করতে হবে।

২) মেসেঞ্জার অ্যাপের তথ্যের জন্য Storage & cache > Clear storage অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর নিজের সিলেকশন নিশ্চিত করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৪) এটি করলে সমস্ত ডেটা রিসেট হবে মেসেঞ্জার অ্যাপের জন্য – যার মানে ইউজার লগ আউট হয়ে গিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফেসবুক মেসেঞ্জারের এই গুরুত্বপূর্ণ ফিচারের সুবিধাগুলো জানেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল