আপনিও যদি জিও-মার্ট-এর সার্ভিস উপভোগ করতে চান তো জেনে নিন কীভাবে করবেন অনলাইন অর্ডার
-সবার প্রথমে আপনাকে নিজের মোবাইলে এই নম্বরটি সেভ করতে হবে - 8850008000। এবার এই নম্বরটিতে একটি মেসেজ করুন, আপনি চাইলে Hi লিখেও পাঠাতে পারেন।
-আপনি যেই মেসেজ পাঠাবেন, তারপরেই আপনার নম্বর থেকে গ্রাহকদের কাছে আসবে একটি লিঙ্ক যার সময়সীমা ৩০ মিনিট। এই লিঙ্কে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের নাম, ঠিকানা এবং ফোন নম্বর নথিভুক্ত করতে হবে। তারপর Proceed-এ ক্লিক করতে হবে।
advertisement
-এবার আপনার সামে একটি লিস্ট খুলে যাবে যেখানে আপনার সামে বিভিন্ন সামগ্রীর ক্যাটালগ দাম সহ হাজির হবে। এখান থেকে নিজের প্রয়োজনীয় সামগ্রী বেছে অর্ডার দিতে পারবেন।
-অর্ডার দেওয়ার পর, জিও-মার্ট আপনার কাছের রেজিস্টার মুদীর দোকান বা আউটলেটে জানিয়ে দেবে। আর গ্রাহকে মেসেজ করে জানিয়ে দেবে কোনও দকালে অর্ডার গেল।
-অর্ডার হয়ে যাবার পর ফের একটি মেসেজ আসবে আপনার কাছে, যাতে রিসিভ লেখা থাকবে। যেই গ্রাহকের অর্ডার তৈরি হয়ে যাবে সেই আপনার কাছে ওই মেসেজ চলে আসবে। এবার আপনি পেমেন্ট করে নিজের অর্ডার পিকআপ করে নিতে পাড়বেন।
-জিও-মার্ট ক্যাটালগে ঘরের সব জিনিস যেমন, ছোলা, ময়দা, সুজি, চিনাবাদাম, ডাল, বিভিন্ন মশলার সঙ্গে অনান্য প্যাকেট করা প্রডাক্টও রয়েছে।