TRENDING:

Facebook, WhatsApp, Instagram পরিষেবা বিপর্যস্ত, Twitter -ই ভরসা, এখানেই ক্ষমা চাইল সব সোশ্যাল মিডিয়া

Last Updated:

এদিকে নেটিজেনরাও নিজেদের পছন্দের কোনও মাধ্যম না পেয়ে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ট্যুইটারে ক্ষোভ উগড়ে দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সারা পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির একেবারে পরিষেবা ভেঙে পড়ে৷ সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক এবং তার সহকারি অ্যাপগুলি হঠাৎ করেই কাজ করা বন্ধ দেয়৷ ভারতীয় সময় রাত সওয়া নটা নাগদ থেকে ব্যবহারকারীরা হঠাৎই বিস্তর সমস্যার সম্মুখীন হয়ে যান৷ একইসঙ্গে কাজ করা বন্ধ করে দেয় ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইনস্টাগ্রাম (Instagram)৷ এই সোশ্যাল মিডিয়াগুলির বন্ধ হওয়ার বার্তা দিতে ট্যুইটারের সহায়তা নেন আধিকারিকরা৷
Facebook, Instagram, WhatsApp appologise through twitter
Facebook, Instagram, WhatsApp appologise through twitter
advertisement

ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইনস্টাগ্রাম (Instagram) সকলেই নিজের নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ক্ষমা প্রার্থনা করেন৷ সেখানে বলা হয়ে এই ধরণের অসুবিধার জন্য তারা ক্ষমাপ্রার্থী৷ আর যত সত্বর সম্ভব পরিষেবা ঠিক করে দেওয়া হবে৷

নিজেদের বার্তায় তারা বলেছেন, ‘‘ আমরা জানি কিছু মানুষের আমাদের অ্যাপ ও প্রডাক্টগুলি ব্যবহার করতে অসুবিধা হচ্ছে৷ সব কিছু যত তাড়াতাড়ি নর্ম্যাল হয়ে যায় তার চেষ্টা চলছে৷ এই অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী৷ ’’

advertisement

সোমবার রাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রান ও মেসেঞ্জারের পরিষেবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়৷

advertisement

হোয়াটসঅ্যাপ থেকে ট্যুইট করেও জানানো হয়েছে পরিষেবা পুনর্বহাল করতে তারা কাজ করছেন৷

advertisement

হোয়াটসঅ্যাপ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘‘আমরা জানি কিছু মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না৷  আমরা এটার  জন্য কাজ করছি৷ আমরা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছি৷ আপনাদের ধৈর্য্যের জন্য ধন্যবাদ৷ ’’

ইনস্টাগ্রাম আধিকারিকদের পক্ষ থেকেও ট্যুইট করে ক্ষমা চাওয়া হয়েছে৷

ঠিক কী কারণে এই ধরণের বড় বিপর্যয় তা অবশ্য কোনওপক্ষই সরকারিভাবে মুখ খুলতে চাইছে না৷ হতে পারে ডিএনএস সার্ভার ডাউন হওয়ার কারণে এই সমস্যা৷ ফেসবুক ও ইনস্টাগ্রাম ওয়েবসাইট ও অ্যাপগুলি কোনও কিছুই রিফ্রেশ করতে পারছিল না৷

advertisement

এদিকে নেটিজেনরাও নিজেদের পছন্দের কোনও মাধ্যম না পেয়ে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ট্যুইটারে ক্ষোভ উগড়ে দেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এত বড় বিপর্যয়ে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে মানুষ নিজেদের মত প্রকাশ করছে৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook, WhatsApp, Instagram পরিষেবা বিপর্যস্ত, Twitter -ই ভরসা, এখানেই ক্ষমা চাইল সব সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল