এক নজরে দেখে নেওয়া যাক Facebook এবং Instagram-এ নিজেদের পছন্দের ভাষা বেছে নেওয়ার উপায়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুকের ভাষা পরিবর্তন করার উপায়—
এর জন্য প্রথমেই অ্যান্ড্রয়েড ডিভাইসে Facebook অ্যাপ খুলতে হবে। এরপর উপরের বাম কোণে অবস্থিত মেনু আইকনে ক্লিক করতে হবে। এখানে স্ক্রোল ডাউন করে সেটিং অ্যান্ড প্রাইভেসি (Settings and Privacy) অপশনে ক্লিক করতে হবে। এরপর সেটিংস অপশনে যেতে হবে। এখানে পছন্দের ভাষা এবং জায়গার অপশন দেখতে পাওয়া যাবে। সেই অপশনে গেলেই অনেকগুলো ভাষা দেখতে পাওয়া যাবে। যে ভাষাতে Facebook ব্যবহার করতে চান ইউজারার, সেটি বেছে নিতে হবে এবং সেভ (Save) করতে হবে।
advertisement
আইফোনে ফেসবুকের ভাষা পরিবর্তন করার উপায়—
আইফোনে ফেসবুকের ভাষা পরিবর্তন করতে, প্রথমে আইফোনে Facebook অ্যাপটি খুলতে হবে। এরপর নীচের কোণে অবস্থিত মেনু আইকনে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রোল করতে হবে এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি (Settings and Privacy) অপশনে ক্লিক করতে হবে। এখানে ব্যবহারকারীরা নিজের ভাষা এবং জায়গা দেখতে পাবে। সেই অপশনে গেলেই অনেকগুলো ভাষা দেখতে পাবেন ব্যবহারকারী। যে ভাষাতে ব্যবহারকারী Facebook ব্যবহার করতে চান সেটি বেছে নিতে হবে এবং সেভ করতে হবে।
অ্যান্ড্রয়েডে Instagram-এর ভাষা পরিবর্তন করার উপায় -
প্রথমে ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইসে Instagram (Instagram) অ্যাপ খুলতে হবে। এরপর নীচে প্রদর্শিত নিজের প্রোফাইল ছবিতে যেতে হবে। এরপর উপরের দিকে অবস্থিত মেনু অপশনে যেতে হবে। এ বার সেটিং (Settings) অপশনে ক্লিক করুতে হবে। এরপর অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে, যেখানে ভাষা বিকল্পটি আসবে। এরপর ব্যবহারকারীরা যে ভাষায় Instagram ব্যবহার করতে চায় তা নির্বাচন করে নিতে হবে।
আরও পড়ুন: ইলিশ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৮ মৎস্যজীবী
আইফোনে Instagram-এর ভাষা পরিবর্তন করার উপায় -
এর জন্য, প্রথমে ব্যবহারকারীদের আইফোনে Instagram অ্যাপটি খুলতে হবে এবং নীচের কোণায় অবস্থিত প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর উপরে অবস্থিত মেনু বিকল্পে যেতে হবে এবং সেটিংস বিকল্পে ক্লিক করতে হবে। এরপর অ্যাকাউন্ট বিকল্পটি নির্বাচন করতে হবে, যেখানে ভাষা বিকল্পটি প্রদর্শিত হবে। এরপর ব্যবহারকারীরা যে ভাষাতে Instagram ব্যবহার করতে চান তা নির্বাচন করতে হবে।
