TRENDING:

Electric Toothpaste:মিটবে দাঁতের সমস্যা, দাঁত হবে ধবধবে সাদা, ইলেকট্রিক টুথব্রাশের কী কী সুবিধা? কতই বা দাম? পড়ুন

Last Updated:

দাঁতের স্বাস্থ্যের যত্ন নিতে ব্যবহার করা যেতে পারে ইলেক্ট্রনিক টুথব্রাশ। এতে পায়োরিয়া, ক্যাভিটি এবং পোকার মতো রোগ থেকে বাঁচা সম্ভব হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতের যত্ন নেওয়া খুবই জরুরি, কারণ একবার দাঁতে পোকা ধরলে বা পায়োরিয়া হয়ে গেলে তা নিরাময় করা খুবই কঠিন। পায়োরিয়া হলে কোনও মানুষের পক্ষে ঠান্ডা এবং গরম খাদ্য বা পানীয় গ্রহণে অসুবিধা হয়। দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে টুথব্রাশের প্রতি খুব যত্নবান হওয়া উচিত। এই টুথব্রাশ মুখের ভিতরের প্রতিটি কোণ পরিষ্কার করতে পারে।
advertisement

নিজের দাঁতের স্বাস্থ্যের যত্ন নিতে ব্যবহার করা যেতে পারে ইলেক্ট্রনিক টুথব্রাশ। এতে পায়োরিয়া, ক্যাভিটি এবং পোকার মতো রোগ থেকে বাঁচা সম্ভব হবে। বাজারে অনেক ধরনের ইলেক্ট্রনিক টুথব্রাশ পাওয়া যায়। জেনে নেওয়া যাক বিস্তারিত—

Philips Sonicare ইলেকট্রিক টুথব্রাশ—

Philips-এর এই টুথব্রাশটি ১১০০ সিরিজে পাওয়া যায়। এই ইলেক্ট্রনিক টুথব্রাশে ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক-আপ পাওয়া যায়। ব্রাশ করার জন্য দু’মিনিটের একটি স্মার্ট টাইমারও রয়েছে। ঠিকমতো সেটিং করে দাঁত পরিষ্কার করা যেতে পারে। ম্যানুয়াল ব্রাশের চেয়ে তিনগুণ বেশি নোংরা পরিষ্কার করতে পারে। ই-কমার্স সাইট Amazon-এ এটি মাত্র ১৭৯০ টাকায় কেনা যাবে।

advertisement

Oral-B ইলেকট্রিক টুথব্রাশ—

এই ইলেকট্রিক টুথব্রাশ দাঁত দু’দিক থেকে দাঁত পরিষ্কার করতে পারে। এর ক্রিস-ক্রস ব্রিসলস দাঁতের মাঝখানে আটকে থাকা ময়লা সহজেই পরিষ্কার করতে সাহায্য করে। এতে একটি পাওয়ার হেড রয়েছে, ঘুরতে পারে, ফলে সহজেই দাঁতের ময়লা পরিষ্কার করা যায়। জলে এর কোনও ক্ষতি হয় না, ব্যাটারি পুরো এক সপ্তাহ চলে। Amazon-এ এর দাম ১,২৪০ টাকা।

advertisement

Agaro ইলেকট্রিক টুথব্রাশ—

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Amazon-এ পাওয়া যায় এই ইলেকট্রিক টুথব্রাশটি। এতে রয়েছে সুপিরিয়র সোনিক প্রযুক্তি। সঙ্গে পাঁচটি ডুপন্ট ব্রাশ হেড এবং একটি ইন্টারডেন্টাল হেড রয়েছে। এই টুথব্রাশটি মিনিটে ৪০,০০০ স্ট্রোক তৈরি করতে পারে। সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, এটি প্রায় ২৫ দিন চলে। এতে স্মার্ট মেমরিও রয়েছে, যা ব্রাশ ব্যবহারের ডেটা সংরক্ষণ করতে পারে। Amazon-এ এর দাম ১,৬৪৮ টাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Electric Toothpaste:মিটবে দাঁতের সমস্যা, দাঁত হবে ধবধবে সাদা, ইলেকট্রিক টুথব্রাশের কী কী সুবিধা? কতই বা দাম? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল