TRENDING:

Earth-NASA: ১৪ জুলাই সেই দিন ! ২০১২ নয়, ২০২২-এই কী ধ্বংস হবে পৃথিবী? ধেয়ে আসছে ধূমকেতু!

Last Updated:

Earth-NASA: দেখা যাচ্ছে পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতুটি হঠাৎই চাঁদের আকর্ষণে তার দিকে ছুটে যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নাম তার ২০১৭ কে ২ (C/2017 K2)। আপাতত পৃথিবীর কাছে বড় চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে এই দৈত্যাকার ধূমকেতু। জানা যাচ্ছে ১৪ জুলাই ২০২২ পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে এই ধূমকেতুটি। ২০১৭ সালে এটিকে প্রথম আবিষ্কার করে নাসা (NASA)-র Hubble Space Telescope। তখন এটি শনি (Saturn) ও ইউরেনাস (Uranus) –এর মাঝখানে ছুটে বেড়াচ্ছিল। চার বছরেরও বেশি সময় ধরে অনেকটা পথ পেরিয়ে সে এখন সৌরজগতের কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে। তারই ফলে এই সময় সে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। জানা গিয়েছে, পৃথিবী থেকে প্রায় ২৭ কোটি মাইল দূর দিয়ে যাবে C/2017 K2। ফলে নীল গ্রহের সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা প্রায় নেই। কিন্তু গত সপ্তাহে একটি অ্যানিমেশন ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতুটি হঠাৎই চাঁদের আকর্ষণে তার দিকে ছুটে যাচ্ছে।তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
advertisement

পৃথিবী পৃষ্ঠ থেক সাধারণ টেলিস্কোপের মাধ্যমেই দেখা যাবে এই ধূমকেতুটিকে। জানা গিয়েছে, C/2017 K2 ধূমকেতুটি Oort Cloud থেকে সৌরমণ্ডলের ভিতরে ছুটে আসছে। এটি এই মুহূর্তে এত সক্রিয় এবং উজ্জ্বল যে খুব সহজেই পৃথিবী থেকে তাকে দেখা যাবে।

Oort Cloud কী, কী ভাবে দেখা যাবে আগন্তুক ধূমকেতুকে— রইল তার বিস্তারিত।

Oort Cloud কী?

advertisement

নাসা সূত্রে জানা গিয়েছে, Oort Cloud সৌরমণ্ডলের সব থেকে দূরবর্তী এক স্থান, যেখানে ঝাঁক বেঁধে থাকে ধূমকেতুরা। আসলে এ হল একটি গোলাকার খোলার মতো এলাকা যা তৈরি হয়েছে মহাজাগতিক আবর্জনার (Space Debris) তুষারিভূত অংশ দিয়ে। এ সব বরফের চাঙড় প্রায় পৃথিবীর এক একটা পর্বতের সমান, কখনও তার থেকেও বেশি বড় হতে পারে। সেখান থেকে ছিটকে বেরিয়ে এসেছে C/2017 K2। ধেয়ে আসছে কেন্দ্রাভিমুখে। কিন্তু এতটা পথ পাড়ি দিয়েও ধূমকেতুটি সক্রিয়, ক্রমাগত সে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে উত্তপ্ত গ্যাসের উৎপাদন করে চলেছে। আর এ বিষয়টি নিয়েই ভাবছেন বিজ্ঞানীরা। এতটা পথ আসার পর সাধারণ কোনও ধূমকেতুর এমন শক্তি বজায় থাকে না।

advertisement

আরও পড়ুন: সর্ষে পোড়া দিয়ে জগন্নাথ দেবকে বশীকরণ! কে করল? রথের সঙ্গে জড়িয়ে 'হোড়াপঞ্চমী' !

কী ভাবে দেখা যাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

রাতের আকাশে চোখ রাখলে টেলিস্কোপে ধরা পড়তে পারে এই ধূমকেতু। নিউক্লিয়াসের কাছে একটি ঝাপসা আলোর ছায়া দেখা যাবে। চলতি বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত উত্তর গোলার্ধ থেকে দেখা যাবে তাকে। তারপর দক্ষিণের দিকে হেলে পড়বে সে। তবে এটিই একমাত্র নয়। এর পর আরও একটি ধূমকেতু Oort Cloud থেকে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। C/2014 UN271 নামের এই ধূমকেতুটিও চলেছে সৌরমণ্ডলের কেন্দ্রাভিমুখে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Earth-NASA: ১৪ জুলাই সেই দিন ! ২০১২ নয়, ২০২২-এই কী ধ্বংস হবে পৃথিবী? ধেয়ে আসছে ধূমকেতু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল