অনেক সময় দামি ও অত্যাধুনিক ফোন থাকা সত্ত্বেও আমাদের কোনও কাজে লাগে কারন তার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে বলে ৷ আপনাকে যাতে এই সমস্যার সম্মুখিন হতে না হয় তার জন্য জানা দরকার ঠিক কীভাবে আপনার ফোন চার্জ দেবেন ?
আমরা অনেকেই বেশিরভাগ সময় ফোনের ব্যাটারি নিয়ে অভিযোগ করে থাকি ৷ কিন্তু আমরা অনেকেই জানি না যেটা, সেটা হল এর জন্য অনেকটাই আমরা দায়ী ৷ আমরা অজান্তে এমন অনেক কাজ করে থাকি যাতে ফোনের ব্যাটারি কমজোর হয়ে যায় ৷ যেমন আমরা বেশিরভাগ সময় ফোন চার্জে লাগিয়ে রেখে দিই ঘণ্টার পর ঘণ্টা ৷ চার্জ হয়ে যাওয়ার পরও যদি চার্জার লাগানো থাকে তাহলে ফোনর ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ এমনটা করবেন না ৷ দরকার পড়লে ১০০ শতাংশ চার্জ হওয়ার আগে চার্জার খুলে নিন ৷
advertisement
ফোনের ব্যাটারি সাধারণত লিথিয়াম আয়রনের তৈরি যা পুরো চার্জ না হলে বেশি ভালো কাজ করে ৷ বেশি চার্জ দিলে ব্যাটারি ফেটা যাওয়ারও সম্ভাবনা বেশি থাকে ৷
অন্যদিকে ব্যাটারি একদম শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন না ৷ যখন ব্যাটারি ১০ শতাংশ দেখাবে তখনই তা চার্জে লাগিয়ে দিন ৷
সব সময় প্লেন সার্ফেসে রেখে ফোন চার্জে দিন ৷ যদি প্লেন সার্ফেস না হয় তাহলে ফোন ঠিক করে চার্জ হয় না ৷