TRENDING:

'মোবাইলের জনক' ইনি! এই মানুষটির জন্য়ই আজ আপনার হাতে ফোন!

Last Updated:

Martin Cooper: কুপারকে আজকের মোবাইল ফোনের জনক বলা হয়। সেই সময় কুপার মোটোরোলা কোম্পানিতে কাজ করতেন। তিনি ছিলেন বলেই কিন্তু আজ মানুষের হাতে মোবাইল। এই মানুষটিকে চিনে রাখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সেলফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এখন। বর্তমান সময়ে শিশু থেকে বৃদ্ধ সবাই ফোন ব্যবহার করে। কিন্তু কেউ কি জানেন ৫১ বছর আগে এই এপ্রিল মাসেই প্রথম সেলফোন থেকে কল করা হয়েছিল?
advertisement

৩ এপ্রিল, ১৯৭৩-এ, মার্টিন কুপার একটি হাতে ধরা মোবাইল ফোন থেকে বেল ল্যাবসের জোয়েল এস এঙ্গেলকে প্রথম কল করেছিলেন। কুপারকে আজকের মোবাইল ফোনের জনক বলা হয়। সেই সময় কুপার মোটোরোলা কোম্পানিতে কাজ করতেন। চলুন জেনে নেওয়া যাক এই মার্টিন কুপার সম্পর্কে।

আরও পড়ুন- এখনই গাড়ির ইঞ্জিনের ‘এই’ কাজ করান, না হলে যখন-তখন পড়তে পারেন বিপদে

advertisement

মার্টিন কুপার যেভাবে সেলফোন আবিষ্কার করেন –

আমেরিকায় গাড়িতে ইনস্টল করা ফোনের পরিষেবা সম্প্রসারণের জন্য, AT&T নামে একটি সংস্থা একটি নতুন পদ্ধতির পরামর্শ দেয় মোটোরোলা। কোম্পানি ভয় পেয়েছিল যে AT&T এত বড় হয়ে যাবে যে, অন্য কোনও সংস্থা এই ক্ষেত্রে কাজ করতে পারবে না।

তাই, মোটোরোলা তড়িঘড়ি করে মার্টিন কুপারকে এমন একটি ফোন তৈরির দায়িত্ব অর্পণ করে, যা হাতে ধরে যে কোনও জায়গা থেকে কথা বলা যায়। এই প্রকল্পের ফলাফল ছিল DynaTAC (ডাইনামিক অ্যাডাপটিভ টোটাল এরিয়া কভারেজ), এই ফোনটি একক চার্জে ৩৫ মিনিট কথা বলার সুবিধা প্রদান করে।

advertisement

৩ এপ্রিল চালু করা হয় –

৩ এপ্রিল, ১৯৭৩-এ, কুপার নিউইয়র্কে একটি প্রেস কনফারেন্সে ডায়নাট্যাক ফোনটি চালু করেছিলেন। ফোনটি কাজ করছে তা নিশ্চিত করার জন্য, প্রোগ্রাম শুরু হওয়ার আগে, তিনি প্রকল্পের AT&T-এর প্রধান প্রকৌশলী জোয়েল এঙ্গেলকে ফোন করেছিলেন। ব্যাখ্যা করেছিলেন যে তিনি একটি পোর্টেবল সেলফোন থেকে কল করছেন।

আরও পড়ুন- এখনই গাড়ির ইঞ্জিনের ‘এই’ কাজ করান, না হলে যখন-তখন পড়তে পারেন বিপদে

advertisement

১৯৮৩ সালে মানুষের জন্য ফোন নিয়ে আসা হয় –

বহু বছর পরিশ্রমের পর, মোটোরোলা ১৯৮৩ সালে প্রথম পোর্টেবল সেলফোন ‘Dynatalk 8000x’ চালু করে। যার দাম ছিল ৩৯৯৫ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৩২,৯৮৭ টাকা। উচ্চ মূল্য সত্ত্বেও, সেই ফোনটির একটি বিশাল সাফল্য ছিল৷

কোরিয়ান যুদ্ধে লড়েছেন –

১৯৫০ সালে আইআইটি বা ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হওয়ার পর, কুপার কোরিয়ান যুদ্ধে যোগ দেন। তিনি মার্কিন নৌবাহিনীতে সাবমেরিন অফিসার হিসেবে কাজ করেছেন।

advertisement

মুঠোফোনের আগে হাতে তৈরি রেডিও –

মার্টিন কুপার শিকাগোর টেলিটাইপ কোম্পানিতে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৫৪ সালে, তিনি এই চাকরি ছেড়ে দেন এবং তারপরে মোটোরোলা কোম্পানিতে সিনিয়র ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সেখানে তিনি ১৯৬৭ সালে শিকাগো পুলিশ বিভাগের জন্য প্রথম হ্যান্ড-হোল্ড রেডিও তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে তিনি মোটোরোলার সেলুলার গবেষণা দলের নেতৃত্ব দেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
'মোবাইলের জনক' ইনি! এই মানুষটির জন্য়ই আজ আপনার হাতে ফোন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল