কখনও কি চেক করে দেখেছেন, আপনার নামেও দুটি ভোটার কার্ড রয়েছে কি না! যদি আপনার নামেও দুটি ভোটার কার্ড ইস্যু হয়ে থাকে, তা হলে নির্বাচন কমিশনকে সেই তথ্য দিতে হবে। না হলে সমস্যায় পড়তে পারেন আপনিও। এখন প্রশ্ন হল, কীভাবে আপনি জানতে পারবেন যে আপনার নামেও দুটি ভোটার কার্ড ইস্যু করা আছে? আর তেমনটা সত্যি হলে একটি কার্ড কার্ড সারেন্ডার করার নিয়ম কী!
advertisement
আরও পড়ুন- হ্যাকারদের যম WhatsApp-এর এই নতুন ফিচার, ব্যর্থ হবে প্রতারণার সমস্ত ফাঁদই; দেখে নিন বিশদে
আপনার নামেও দুটি ভোটার কার্ড থাকলে সেটা খুঁজে বের করা এবং সংশোধন করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। ২০২৬ নির্বাচনের আগে সেই কাজটা আপনাকে অবশ্যই করে রাখতে হবে। এবার জেনে নেওয়া যাক এক্ষেত্রে আপনার করণীয় কী!
সবচেয়ে সহজ উপায় হল, নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে জেনে নেওয়া। নিজের নাম, বাবার নাম এবং জন্ম তারিখের মতো তথ্য দিয়ে চেক করতে পারেন। কমিশনের ওয়েবসাইটে আপনি তথ্য দেখতে পাবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (NVSP) গিয়ে ‘Search Electoral Roll’ অপশন বেছে নিতে হবে। সেক্ষেত্রে আপনার নামে দুটি ভোটার কার্ড থাকলে দুটি কার্ডের বিবরণ জানতে পারবেন। ভোটার হেল্পলাইন অ্যাপ এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে।
অনলাইনে চেক করতে না চাইলে এলাকার BLO (বুথ লেভেল অফিসার) এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। BLO-এর কাছে আপনার এলাকার সকল ভোটারের তালিকা রয়েছে। আপনার নামে একটি ভোটার কার্ড আছে নাকি একাধিক, সেটা চেক করে নিতে পারবেন।
আপনার নামে একাধিক ভোটার কার্ড ইস্যু করা থাকলে আতঙ্কিত হবেন না। ফর্ম-৭ পূরণ করতে হবে। সেই ফর্ম অনলাইন এবং অফলাইন দুভাবেই পাবেন। কমিশনের ওয়েবসাইটে গিয়ে ফর্ম-৭ ডাউনলোড করতে পারেন। এছাড়া বিএলও-এর সঙ্গে যোগাযোগ করে ফর্ম পেতে পারেন।