TRENDING:

Diwali 2023: স্মার্টওয়াচ থেকে হেড ফোন! জলের দরে বিকোচ্ছে! চলছে Amazon-এর দীপাবলি স্পেশ্যাল সেল! এখুনি কিনুন

Last Updated:

Diwali 2023: এই দীপবলির মরশুমে প্রিয়জনকে কোনও টেক-উপহার দিতে চাইলে বেছে নেওয়া যেতে পারে মনের মতো। রইল তেমনই উপহারের হদিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলছে উৎসবের মরশুম। এসপ্তাহের দীপাবলি। তারপর ভাইফোঁটা। দেশ জুড়ে কেনাকাটার মরশুম। আত্মীয়-পরিজনকে উপহার দিতে চান সকলেই। তাই নানা রকম ছাড়ের ব্যবস্থা করা হয়। এই সময় প্রায় সমস্ত ই-কমার্স সংস্থাই বিশেষ ছাড়ের বন্দোবস্ত করে থাকে। এবারও Amazon নিয়ে এসেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল’। নানা ধরনের পণ্যের উপর পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়।
advertisement

এই দীপবলির মরশুমে প্রিয়জনকে কোনও টেক-উপহার দিতে চাইলে বেছে নেওয়া যেতে পারে মনের মতো। রইল তেমনই উপহারের হদিশ—

boAt Stone 352 ব্লু-টুথ স্পিকার—

গান শোনার উপায় বদলালেও অভ্যাস বদলায়নি। প্রযুক্তির হাত ধরে তা উন্নত হয়েছে বলা যায়। তাই এখন সকলেই মোবাইলের সঙ্গে একটি ব্লু-টুথ স্পিকার রাখতে পছন্দ করেন। শুধু বাড়িতে নয়। আকারে বহনযোগ্য এই সব স্পিকার যেকোনও জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া যায়। boat Stone 352 স্পিকারটিও তেমনই। এতে পাওয়া যায় ১২ ঘণ্টা প্লেব্যাক, ১০m ব্লু-টুথ রেঞ্জ, ডুয়াল স্পিকার TWS প্রভৃতি নানা সুবিধা। সম্পূর্ণ চার্জ হতে মাত্র দেড়-দু’ঘণ্টা সময় নেয় বলে দাবি।

advertisement

OnePlus Nord Buds 2r ইয়ারবাড—

ব্যক্তিগত ভাবে গান শোনার জন্য এখন দারুন জনপ্রিয় ইয়ারবাড। OnePlus-এই এই নতুন ইয়ারবাডটি আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাবে Amazon-এর সেল-এ। এতে রয়েছে ১২.৪mm ড্রাইভার-সহ উন্নত শব্দের ব্যবস্থা। তাছাড়া, ৩টি অডিও প্রোফাইল, দীর্ঘ ৩৮ঘণ্টা চলা ব্যাটারি। এর IP ৫৫ জল বা ঘাম প্রতিরোধ করতে পারে। OnePlus ডিভাইসের উন্নত গেমিং ফিচারের সঙ্গে খাপ খাওয়াতে এতে রয়েছে গেমিং মোড-সহ সাউন্ড ইক্যুইলাইজার।

advertisement

Noise ColorFit Pro 4Alpha স্মার্টওয়াচ—

মোবাইল এসে হাতঘড়ির কদর কমিয়ে দিয়েছিল। কবজির জোর আবার ফিরিয়ে দিয়েছে স্মার্টওয়াচ। মোটামুটি বাজেটের মধ্যে একটি স্মার্টওয়াচ প্রিয়জনকে উপহার দিতে চাইলে অবশ্যই বেছে নেওয়া যেতে পারে Noise। ১.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে-সহ এই ঘড়িতে রয়েছে সহজ নেভিগেশন, True Sync ইত্যাদি ফিচার। সংস্থার দাবি, এর ব্যাটারি লাইফ ৭দিন পর্যন্ত হতে পারে।

advertisement

আরও পড়ুন: হ্যাক করা হচ্ছে iPhone! নিজের সুরক্ষার জন্য আপনি কী করবেন, জেনে নিন

Redgear Cosmo 7 গেমিং হেডফোন—

হাজার টাকার মধ্যে গেমিং হেডফোন চাইলে এটি বেছে নেওয়া যেতে পারে। এতে রয়েছে ৭.১ সারাউন্ড সাউন্ড, উচ্চমানের ‘নয়েজ ক্যানসেলিং’ মাইক্রফোন, প্যাসিভ নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি।

Redgear Pro ওয়্যারলেস গেমপ্যাড—

advertisement

২.৪ Hz ওয়্যারলেস গেমপ্যাডটি প্রায় ১০ মিটার দূরত্ব থেকে ২ ঘণ্টা গেম খেলতে সাহায্য করে। তাই যাঁরা গেম খেলতে পছন্দ করেন, তাঁরা এটি বেছে নিতেই পারেন প্রিয়জনের জন্য। এতে রয়েছে ডুয়াল ইনটেনসিটি মোটর, ফোর্স ফিডব্যাক এবং কম আলোয় দেখার জন্য ইল্যুমিনেটেড ব্যাকলিট কি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Diwali 2023: স্মার্টওয়াচ থেকে হেড ফোন! জলের দরে বিকোচ্ছে! চলছে Amazon-এর দীপাবলি স্পেশ্যাল সেল! এখুনি কিনুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল