এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবারে পড়েছে। ওই দিন কালী পুজো। ধনতেরাসের জন্য পুজোর সব থেকে শুভ সময় হল সন্ধ্যে বেলা। এ বছর সন্ধ্যে ৫ টা ২৮ থেকে ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময়। এই সময়েই ধনদেবীর পুজো করতে হবে। এই ৩০ মিনিটেই সারতে হবে পুজো।
এছাড়াও ২০১৬ সাল থেকে ভারত সরকারের আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি (AYUSH) মন্ত্রক এই দিনটিকে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ হিসেবে পালন করে আসছে। ধন্বন্তরী একজন আয়ুর্বেদ চিকিৎসক, তাঁর প্রচারেই আয়ুর্বেদ আমাদের দেশে এতো প্রসিদ্ধ। তিনি ত্রয়োদশী তিথিতে জন্ম গ্রহণ করেন, তাই তখন থেকেই আয়ুর্বেদ প্রেমিকরা তাঁর জন্ম তিথি ধন্বন্তরী ত্রয়োদশী হিসাবে পালন করে। হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরসও বলা হয়। এর সঙ্গে ধন বা অর্থের কোনও সম্পর্ক নেই।
advertisement
আজ ধনতেরাস দিন প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান ডিজিটালি...
স্বাস্থ্য ও সম্পদে পূর্ণ হক জীবন। জীবন ভরে উঠুক আনন্দে । ধনতেরাস শুভেচ্ছা
ধন কুবের ও মা লক্ষীর আশীর্বাদে সমৃদ্ধি লাভ হোক। ধনতেরাস শুভেচ্ছা
শুভ ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা
সমৃদ্ধি আসুক ধনতেরাসে, লক্ষ্মী বসুক সবার ঘরে! শুভ ধনতেরাস
অক্ষয় হোক সদাই সুখ, শুভ আশীষ পড়ুক ঝরে! শুভ ধনতেরাস
ধনলক্ষ্মীর কৃপায় ঘুঁচে যাক দুঃখ, আসুক সুখ! শুভ ধনতেরাস