Dell Latitude 9420-এর দাম শুরু হচ্ছে ১,৯৪৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৪২,৭০০ টাকা) থেকে। Latitude 9520-এর দাম এখনও ঘোষণা করে নি কোম্পানি। এখই সঙ্গে ডেল লঞ্চ করেছে Latitude 7520 আর Latitude 5420 ল্যাপটপও। এর মধ্যে Latitude 7520-র দাম শুরু হচ্ছে ১,৬৪৯ ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ১,২০,৭০০ টাকা) থেকে আর Latitude 5420 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ১,০৪৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬,৮০০ টাকা) থেকে। এই ল্যাপটপ দুটির বিক্রি শুরু হবে ১২ জানুয়ারীর থেকে।
advertisement
ডেল ৯৪২০ প্রথম ল্যাপটপ যাতে কোম্পানির সেফ শাটার ব্যবহার করা হয়েছে। সেফ শাটার টেকনোলজির সাহায্যে ল্যাপটপের ওয়েবক্যাম অটোমেটিক খলে আর বন্ধ হয় ক্যামেরার দরকার ও ব্যবহারের উপর। এই ফিচারটি সব থেকে বেশি কাজে আসে যখন কেও দিনে অনেক কোটি ভিডিও মিটিং করে থাকেন।
ডেল Latitude 9420 ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির কিউএইচডি প্লাস টাচস্ক্রিন ডিসপ্লে ২-ইন-১ ফর্মে। ল্যাপটপটির ভিতরে রয়েছে ইন্টেলের নতুন 11th gen Core i7 প্রসেসর, সঙ্গে ৩২জিবি র্যাম আর ১টিবি এসএসডি স্টোরেজ। পাওয়ারের জন্য এতে থাকছে ৬৫ ওয়াট চারজিং সাপোর্ট-সহ 60Wh ব্যাটারি। অনান্য ফিচার্সের মধ্যে এতে রয়েছে ওয়াইফাই ৬ই সাপোর্ট আর ৫জি এলটিই কানেকশন অপশন।
এই বছরের মারচ-এপ্রিলের দিকে পাওয়া যাবে Dell 9520। এই ল্যাপটপটির কনফিগারেশন ও ফিচার্স 9420-র মতোই। শুধুমাত্র এর স্ক্রিনের সাইজ একটু বড় - ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে এতে।