বায়ু দূষণের হাত থেকে বাঁচতে অনেকেই বাড়িত এয়ার পিউরিফায়ার লাগান। বাইরে বেরলে মাস্ক পরেন। কিন্তু ক্রমবর্ধমান গ্রাফের দিকে তাকালে মনে হবে এসব যথেষ্ট নয়। যাই হোক, বাড়ি থেকে বের হওয়ার আগে বাতাসে দূষণের মাত্রা দেখে নেওয়া উচিত। এর জন্য বেশ কিছু অ্যাপও রয়েছে। এখানে তারই একটা তালিকা দেওয়া হল।
আইকিউ এয়ার এয়ার ভিস্যুয়াল: গুগল প্লে স্টোরের পাশাপাশি অ্যাপ স্টোরেও পাওয়া যাচ্ছে আইকিউএয়ার এয়ারভিজুয়াল আই এয়ার কোয়ালিটি অ্যাপ। অ্যান্ড্রয়েডের পাশাপাশি অ্যাপলের আইফোনেও এই অ্যাপ ইনস্টল করা যাবে। সরকারি মনিটরিং স্টেশন এবং সেন্সরের সাহায্যে বিশ্বের ৫ লাখের বেশি শহরের বাতাসের গুণমানের তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। রিয়েল টাইল এয়ার কোয়ালিটিও দেখায়। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসও মিলবে।
advertisement
আরও পড়ুন- ‘হবু বউকে কন্ট্রোলে রেখো’, সৌম্যকে উপদেশ সৌরভের, শুনে কী বললেন সন্দীপ্তা?
সফর-এয়ার: ভারত সরকারের আর্থ সায়েন্সেস মন্ত্রক চালু করেছে সফর-এয়ার অ্যাপ (সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ-এয়ার)।প্লে স্টোরের পাশাপাশি অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। এই অ্যাপ পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির সহযোগিতায় তৈরি। বর্তমানে শুধুমাত্র দিল্লি, মুম্বই, পুণে এবং আহমেদাবাদের বায়ুর মানের পাশাপাশি দূষণ সম্পর্কিত তথ্য জানা যাবে এই অ্যাপ থেকে।
আরও পড়ুন- নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
প্লাম ল্যাবস: এয়ার কোয়ালিটি অ্যাপ: বায়ুর গুণমান এবং দূষণের মাত্রা পরীক্ষা করার আরও একটি দুর্দান্ত অ্যাপ হল প্লাম ল্যাবসের তৈরি এয়ার কোয়ালিটি অ্যাপ। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইফোনেও ইনস্টল করা যাবে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া এবং দূষণের পূর্বাভাস দেখানোর পাশাপাশি বাতাসের রিয়েল টাইম কোয়ালিটিও জানা যাবে অ্যাপ থেকে।
ব্রিজোমিটার এয়ার কোয়ালিটি: ব্রিজোমিটার এয়ার কোয়ালিটি অ্যাপ ইউজারের কাছাকাছি এলাকার বাতাসের গুণমান নির্ণয় করে। অ্যাপ স্টোরের পাশাপাশি প্লে স্টোরেও এই অ্যাপ পাওয়া যাচ্ছে। এটি ৯৪টিরও বেশি দেশের বায়ু মানের সূচক দেখায়, রিয়েল-টাইম ডেটা এবং ভবিষ্যত পরিকল্পনার পূর্বাভাস সহ।