দিল্লির ওই ব্যক্তি জানিয়েছেন যে, ১৩ নভেম্বর একটি অপরিচিত নম্বর থেকে একটি কল আসে, যা তোলার পর আর কোনও শব্দ আসেনি এবং কিছুই শোনা যায়নি। এরপরও তিনি সেই নম্বর থেকে মিসড কল পেতে থাকেন। দিল্লির ওই ব্যক্তি জানিয়েছেন যে, তিনি ৩-৪ বার ফোন তুলেছিলেন, কিন্তু কেউ উত্তর দেয়নি এবং প্রায় ১ ঘন্টা ধরে সেই মিসড কলের প্রক্রিয়া চলতে থাকে। এর কিছুক্ষণ পরেই তিনি মেসেজ পেয়ে জানতে পারেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা তোলা হয়েছে। দিল্লির ওই ব্যক্তি জানিয়েছেন যে, তিনি কারও সঙ্গে কোনও ধরনের ওটিপি শেয়ার করেননি। অন্য দিকে, এই অদ্ভুত ঘটনায় ডিসিপি সাইবার সেলের তরফে জানানো হয়েছে যে, ওই ব্যক্তির ফোনে ওটিপি এসেছিল, কিন্তু ফোন হ্যাক হওয়ার কারণে, ওই ব্যক্তি তা না জানতে পারলেও হ্যাকারের কাছে সেটি পৌঁছে যায়। এরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা তুলে নেওয়া হয়।
advertisement
হ্যাকাররা ফোন নিয়ন্ত্রণ করে -
একজন আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন যে, এইভাবে প্রতারকরা জনতার মোবাইল ফোন ক্যারিয়ারের সঙ্গেও যোগাযোগ করে এবং তাদের সিম কার্ড সক্রিয় করতে বলা হয়। একবার এটি ঘটলে, হ্যাকাররা ফোনের নিয়ন্ত্রণ নেয় এবং এমন ঘটনা ঘটায়। বর্তমানে ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তা তদন্ত করছে। এই বিষয় সামনে আসার পরে, ইতিমধ্যেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে।