দেশের চরম আর্থিক সঙ্কটের সময় একটা দারুণ অফার নিয়ে এসেছে HP ৷ আগামী ৫০ দিনের জন্য একটা দুর্দান্ত অফার নিয়ে এসেছে সংস্থা ৷ এই সময়ের মধ্যে নোটবুক EMI-তে কিনলে কোনও সুদ দিতে হবে না ৷ এছাড়া কোনও ডাউন পেমেন্টও করতে হবে না ৷ এই অফার অনুযায়ী এখন ল্যাপটপ কিনলে টাকা দিতে হবে আগামী বছর ৷ অর্থাৎ জানুয়ারির আগে কোনও পেমেন্ট করতে হবে না আপনাকে ৷ তাই এককথায় বিনামূল্যেই এখন কিনতে পাওয়া যাচ্ছে ল্যাপটপ ৷ তাই আর দেরি না করে চটপট এই অফারে কিনে ফেলুন HP ল্যাপটপ ৷ কারণ এর জন্য আগামী এক মাসেরও বেশি সময় কোনও টাকাই দিতে হবে না আপনাকে ৷
advertisement
Location :
First Published :
November 13, 2016 6:19 PM IST