সম্প্রতি বেজিং, ইউহান এবং গুয়ানঝাউ শহরের প্রায় ৩০০০ কিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছে এই বিস্তৃত অপটিক্যাল নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের মাধ্যমে প্রতি সেকেন্ডে ট্রান্সফার হয় ১.২ টেরাবাইট (১,২০০ গিগাবাইট) ডেটা৷ সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চিনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়, হুয়াই টেকনোলজি এবং সার্নেট কর্পোরেশনের যৌথ উদ্যোগে চলছে এই প্রকল্প৷
আরও পড়ুন: বদমেজাজি নানা পাটেকর! ফ্যানকে সপাটে চড়, কেন? ভাইরাল ভিডিওর আসল সত্যিটা কী জানুন
advertisement
ঠিক কতটা দ্রুতগামী এই ইন্টারনেট? সাধারণ মানুষের বোঝার মতো করে এর ব্যাখ্যা দেন হুয়াই টেকনোলজি ভাইস-প্রেসিডেন্ট ওয়াং লেই৷ তাঁর দাবি, ‘‘এই ইন্টারনেটের মাধ্যমে মাত্র এক সেকেন্ডে ১৫০টি হাই-ডেফিনিশন ফিল্মের সমতুল্য ডেটা ট্রান্সফার করা যেতে পারে। যা এতদিন কেউ স্বপ্নেও ভাবতে পারত না৷’’
বর্তমানে বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে ইন্টারনেট প্রচলিত রয়েছে, তার মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট ডেটা ট্রান্সফার হয়৷ এমনকি, আমেরিকাও এই সবে ফিফথ জেনারেশন ইন্টারনেট ২ এ ট্রান্সিজিশন সম্পূর্ণ করল৷ এক্ষেত্রে, এক সেকেন্ড ৪০০ গিগাবাইট পর্যন্ত ডেটা ট্রান্সফারের সুবিধা রয়েছে৷