ChatGPT এর ভয়েস চ্যাট ফিচার –
ভয়েস চ্যাট ফিচার ইউজারদের তাঁদের নিজেদের ভয়েস ব্যবহার করে ChatGPT-এর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা দেয়, যা আরও স্বাভাবিক এবং ইন্টারেক্টিভ কথোপকথনের প্রচার করে। এতে টাইপ করার পরিবর্তে, ইউজাররা এখন তাঁদের প্রশ্ন বলতে পারেন এবং ChatGPT সেই কথায় সাড়া দিয়ে উত্তর দেয়।
আরও পড়ুন: ChatGPT থেকে ‘জওয়ান’! Wikipedia-তে কী খুঁজেছে বিশ্ববাসী? তালিকায় আছে বড় চমক
advertisement
মোবাইল অ্যাপে উপলব্ধ –
এই ফিচারটি ChatGPT মোবাইল অ্যাপের মাধ্যমে একচেটিয়াভাবে অ্যাক্সেসযোগ্য, যা অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং আইফোন উভয়ের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এই ক্ষমতাটি ব্যবহার করতে, নিশ্চিত করতে হবে যে অ্যাপটি ইনস্টল করা আছে কি না, যা Google Play বা App Store থেকে ডাউনলোড করা যেতে পারে।
ভয়েস চ্যাটের হাইলাইট করা ফিচার –
– হ্যান্ডস-ফ্রি কমিউনিকেশন – হ্যান্ডস-ফ্রি ইন্টারঅ্যাকশনের সুবিধা উপভোগ করা যাবে।
– ভয়েস-ভিত্তিক কথোপকথন – ChatGPT-এর সঙ্গে স্বাভাবিক, ভয়েস-চালিত কথোপকথনে নিযুক্ত হওয়া যাবে।
– ভাষা স্বয়ংক্রিয় সনাক্তকরণ – ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে কথিত ভাষা সনাক্ত করে।
ChatGPT-এর ভয়েস চ্যাট ব্যবহার করার উপায় –
১) অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল –
কারও যদি ChatGPT অ্যাপ না থাকে, তাহলে এটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। বিদ্যমান ইউজারদের জন্য, Google Play Store বা Apple App Store থেকে সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে।
২) লগ ইন –
নিজেদের অ্যাকাউন্টের শংসাপত্র ব্যবহার করে লগ ইন করতে হবে।
৩) ভয়েস চ্যাট সক্রিয় –
অ্যাপটি ওপেন করতে হবে এবং চ্যাট বক্সের ডানদিকে থাকা একটি নতুন হেডফোন আইকন খুঁজে নিতে হবে। এরপর সেই আইকনে ক্লিক করতে হবে এবং ভয়েস চ্যাট সেটআপ সম্পূর্ণ করতে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
৪) ভয়েস কথোপকথন শুরু করা –
একবার সেট আপ হয়ে গেলে, সেই আইকনে আবার ক্লিক করতে হবে এবং নিজেদের ভয়েস ব্যবহার করে ChatGPT-এর সঙ্গে কথোপকথন শুরু করা যাবে।
ChatGPT কথোপকথনের জন্য একাধিক ভয়েস অফার করে, যা ইউজারদের সেটআপের সময় বেছে নিতে বা অ্যাপ সেটিংসে এটি সেট করতে দেয়।