TRENDING:

Chandrayaan-3: ঘুরতে-ঘুরতে পড়ে গেল চাঁদের গর্তে! তড়িঘড়ি নির্দেশ ইসরো-র, 'বকা' খেয়েই স্বপথে প্রজ্ঞান

Last Updated:

Chandrayaan-3: চন্দ্রাভিযান সফল হয়েছে ভারতের। চলতি মাসের ২৩ অগাস্ট, বুধবার সন্ধ‍্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রাভিযান সফল হয়েছে ভারতের। চলতি মাসের ২৩ অগাস্ট, বুধবার সন্ধ‍্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। পরের দিন, ২৪ অগাস্ট বৃহস্পতিবার সকালে তার পেট থেকে বেরিয়ে পড়েছে রোভার প্রজ্ঞানও। ইসরোর বিজ্ঞানীদের সমস্ত প্রশ্নের জবাব দিতে কাজ শুরু করেছে বিক্রম ও প্রজ্ঞান। এরই মধ্যে আজ আরও এক সুখবর দিল ইসরো।
ঘুরতে-ঘুরতে পড়ে গেল চাঁদের গর্তে!
ঘুরতে-ঘুরতে পড়ে গেল চাঁদের গর্তে!
advertisement

আরও পড়ুনঃ কর্মে মহান ভারত! ইসরোর শিবনের চার বছর আগের কান্না বদলে গেল চাওড়া হাসিতে

স্পেস এজেন্সি ইসরো, X (আগের ট‍্যুইটারে) কয়েকটি ছবি শেয়ার করে লিখেছে, ‘২৭ অগাস্ট, ২০২৩-এ, রোভারটি তার অবস্থান থেকে 3 মিটার এগিয়ে একটি ৪-মিটার ব্যাসের গর্তের মধ্যে এসে পড়ে। রোভারটিকে আসল পথে ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছিল। এখন নিরাপদে তা একটি নতুন পথে ধরে এগোচ্ছে।’

advertisement

advertisement

কয়েকদিন আগে চন্দ্রযান ৩-এর প্রোপালশন মডিউলের আয়ু বেড়েছে বেশ কয়েক বছর বলে জানা গেছে। ৬ মাস থেকে বেড়ে আয়ু হয়েছে অন্তত ২-৩ বছর। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘অনেক জ্বালানি বেঁচে গিয়েছে, আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। চাঁদ পর্যন্ত পৌঁছতে চন্দ্রযানের পথে কোনও আকস্মিকতা আসেনি। সেটা এলে জ্বালানি বেশি লাগে, ফলে বেঁচে গিয়েছে অনেকটা জ্বালানি। প্রায় ১৫০ কেজিরও বেশি।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত ১৪ জুলাই ইসরো থেকে মহাকাশযান ছাড়ার সময় তাতে জ্বালানি ছিল ১.৬৯৬.৪ কেজি। এই জ্বালানির জোরেই বহু ভারত্তোলন করে সেগুলি মহাকাশে আলাদা করেছে প্রোপালশন মডিউল। ১৫ জুলাই থেকে ১৭ অগাস্ট পর্যন্ত চলেছে এই প্রক্রিয়া। সামগ্রিকভাবে, ভারত চতুর্থ দেশ যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার পরে – সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chandrayaan-3: ঘুরতে-ঘুরতে পড়ে গেল চাঁদের গর্তে! তড়িঘড়ি নির্দেশ ইসরো-র, 'বকা' খেয়েই স্বপথে প্রজ্ঞান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল