আরও পড়ুনঃ চাঁদের পথে যানজট! সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে ISRO
Read : চন্দ্রযান-৩ ল্যান্ডিং লাইভ | Chandrayaan-3 Landing Live Updates
১৪ জুলাই এর উৎক্ষেপণের পরে, ভারতের তৃতীয় মিশন চন্দ্রযান-৩ পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল। বুধবার ইসরোর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ১৫৩ কিমি X ১৬৩ কিমি কক্ষপথে খুব অল্প সময়ের মধ্যেই প্রবেশ করেছে চন্দ্রযান-৩। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল ‘চন্দ্রযান-৩’-এর। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-৩ পৌঁছেছে চাঁদের কক্ষপথে। ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে সফ্ট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।
advertisement
ভারতের আগে আমেরিকা, রাশিয়া, চিন সফল ভাবে চাঁদে অবতরণ করেছিল। এবার সফল হলে চতুর্থ নাম হিসেবে তালিকায় উঠে আসবে ভারত। এই মিশন যদি সফল হয়, তবে ভারতের মহাকাশ গবেষণা এক নতুন মাত্রা পাবে। সেই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম বার কোনও দেশ পা রাখবে। সফ্ট ল্যান্ডিং-এর পরে চাঁদ সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ছবি সংগ্রহ করবে চন্দ্রযান-৩।