TRENDING:

Chandrayaan-3: শেষ ধাপে চন্দ্রযান-৩! বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে চাঁদের বুকে সফ্‌ট ল্যান্ডিং-এর প্রক্রিয়া

Last Updated:

Chandrayaan-3: অবশেষে, শেষ কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-৩। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) বুধবার জানিয়েছে যে চন্দ্রযান-৩ মহাকাশযান পঞ্চম কক্ষপথে প্রবেশ করল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে, শেষ কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-৩। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) বুধবার জানিয়েছে যে চন্দ্রযান-৩ মহাকাশযান পঞ্চম কক্ষপথে প্রবেশ করল। বৃহস্পতিবারেই চন্দ্রযানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ল্যান্ডার বিক্রমের। আর তারপর থেকেই শুরু হবে চন্দ্রযানের চাঁদের বুকে নামার প্রক্রিয়া। চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। তাই, এই পর্যায় নিয়ে খুবই চিন্তিত বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ।
শেষ ধাপে চন্দ্রযান-৩!
শেষ ধাপে চন্দ্রযান-৩!
advertisement

আরও পড়ুনঃ চাঁদের পথে যানজট! সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে ISRO

Read : চন্দ্রযান-৩ ল্যান্ডিং লাইভ | Chandrayaan-3 Landing Live Updates

১৪ জুলাই এর উৎক্ষেপণের পরে, ভারতের তৃতীয় মিশন চন্দ্রযান-৩ পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল। বুধবার ইসরোর পক্ষ থেকে ট‍্যুইট করে জানানো হয়েছে, ১৫৩ কিমি X ১৬৩ কিমি কক্ষপথে খুব অল্প সময়ের মধ্যেই প্রবেশ করেছে চন্দ্রযান-৩। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল ‘চন্দ্রযান-৩’-এর। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-৩ পৌঁছেছে চাঁদের কক্ষপথে। ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে সফ্‌ট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতের আগে আমেরিকা, রাশিয়া, চিন সফল ভাবে চাঁদে অবতরণ করেছিল। এবার সফল হলে চতুর্থ নাম হিসেবে তালিকায় উঠে আসবে ভারত। এই মিশন যদি সফল হয়, তবে ভারতের মহাকাশ গবেষণা এক নতুন মাত্রা পাবে। সেই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম বার কোনও দেশ পা রাখবে। সফ্‌ট ল্যান্ডিং-এর পরে চাঁদ সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ছবি সংগ্রহ করবে চন্দ্রযান-৩।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chandrayaan-3: শেষ ধাপে চন্দ্রযান-৩! বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে চাঁদের বুকে সফ্‌ট ল্যান্ডিং-এর প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল