প্রায়ই দেখে যায় ইঞ্জিন চালু করার সময় ক্লিক শব্দ বেরোচ্ছে, গাড়ির আলো স্তিমিত বা পাওয়ার উইন্ডো ধীর গতিতে কাজ করছে। এই সব কিছুর কারণ হতেই পারে ব্যাটারি বসে যাওয়া। সেক্ষেত্রে অযথা চিন্তা না করে জাম্প-স্টার্ট করার কথা ভাবাই ভাল।
তবে হ্যাঁ, এই জন্য অবশ্যই হাতের কাছে থাকতে হবে দ্বিতীয় একটি গাড়ি। যার ব্যাটারি বাঁচিয়ে তুলবে প্রথম গাড়ির মৃত ব্যাটারিটিকে।
advertisement
আরও পড়ুন- বাইক ২৫ হাজার কিমি চালিয়ে ফেলেছেন? এবার বড় কাজ বাকি, খেয়াল না করলে বিপদ
কী ভাবে করা যাবে এই কাজ। শুনতে যতটা জটিল, আসলে কাজটা তত জটিল নয়। দেখে নেওয়া যাক এক নজরে—
১. সজীব ব্যাটারিযুক্ত গাড়িটিকে মৃত ব্যাটারি গাড়িটির খুব কাছে রাখতে হবে, যাতে ব্যাটারি দু’টির মধ্যে সংযোগ স্থাপন করা যায় সহজে। চাইলে মুখোমুখি রাখা যেতে পারে। তবে দেখতে হবে যেন কোনও ভাবেই গাড়ি দু’টি পরস্পরকে স্পর্শ না করে।
২. গাড়ি দু’টির ব্যাটারি এবং টার্মিনাল খুঁজে নিতে হবে। সাধারণত গাড়ির ব্যাটারি থাকে ইঞ্জিন বে-র কাছেই। তবে অনেক গাড়িতে এমন নাও থাকতে পারে, ফলে দেখে নিতে হবে।
ব্যাটারি টার্মিনালে স্পষ্টভাবে (+) ধনাত্মক ও (–) ঋণাত্মক চিহ্নিত থাকে। তাই টার্মিনালে সংযোগ স্থাপনের আগে তারের রঙ মিলিয়ে দেখে নিতে হবে। সাধারণ ধনাত্মক তার লাল এবং ঋণাত্মক তার কালো রঙের হয়ে থাকে। একই ভাবে জাম্পারের কেবল-ও লাল ও কালো রঙের হয়।
৩. সচল গাড়িটির ইগনিশন বন্ধ করে রাখতে হবে। এবার মৃত ব্যাটারির ধনাত্মক (+) টার্মিনালের সঙ্গে লাল তারটি যুক্ত করে দিতে হবে। কালো দিকটি মাটিতে প্লাস্টিক অংশ রাখতে হবে। খেয়াল রাখতে হবে এটি যেন কোনও ধাতব অংশ না ছোঁয়।
এবার কেবলের অন্য অংশটি নিয়ে গিয়ে সংযুক্ত করতে হবে সচল ব্যাটারির টার্মিনালে। লাল তার ধনাত্মক দিকে। কালোটা ঋণাত্ম (-) দিকে। কোনও ভাবেই যেন চারটি তার একে অপরকে স্পর্শ না করে। এরপর অচল ব্যাটারির গাড়ি থেকে একটি রঙহীন একটি ধাতব টুকরো খুঁজে নিতে হবে। সেটিকে জুড়ে দিতে হবহে কালো ক্ল্যাম্পের সঙ্গে।
৪. এবার ভাল ব্যাটারির গাড়ির ইঞ্জিন চালু করতে হবে। দু’তিন মিনিটের জন্য ওই ভাবেই রেখে দিতে হবে। মৃত ব্যাটারিটি এতে চার্জ পাবে। এবার অচল ব্যাটারির গাড়িটি চালু করার চেষ্টা করে দেখতে হবে। যদি তাতেও না হয়, তাহলে অবশ্যই গাড়ি লক করে আরও ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন- Amazon থেকে পোশাক, জিনিস কেনেন? তাহলে জানুন এই বিশেষ গোপন কৌশল! জলের দরে পাবেন!
কোনও ভাবেই না হলে, বুঝতে হবে, হয় অন্য সমস্যা রয়েছে, অথবা ব্যাটারি বদলাতে হবে।
৫. গাড়ি স্টার্ট হয়ে গেলে জাম্পারের তার সাবধানে খুলে ফেলতে হবে। প্রথমে কালো ধণাত্মক তারটি খুলতে হবে বেয়ার মেটাল থেকে। তারপর লাল তার। কোনও ভাবেই যেন একটি অংশ অন্য অংশকে স্পর্শ না করে। এরপর ভাল ব্যাটারি থেকেও প্রথমে লাল এবং পরে সাবধানে কালোটি খুলে ফেলতে হবে।