TRENDING:

আট ইঞ্চির ট্যাব মাত্র সাড়ে ন’হাজারে !

Last Updated:

দেশের বাজারে নয়া ট্যাব আনতে চলেছে মাইক্রোম্যাক্স৷ ভারতের বাজারে খুব শীঘ্রই প্রকাশ পাবে Canvas সিরিজের P680 মডেলটি৷ মাইক্রোম্যাক্সের নয়া এই ট্যাবটির ভারতের বাজারে দাম পড়বে ৯ হাজার ৪৯৯ টাকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের বাজারে নয়া ট্যাব আনতে চলেছে মাইক্রোম্যাক্স৷ ভারতের বাজারে খুব শীঘ্রই প্রকাশ পাবে Canvas সিরিজের P680 মডেলটি৷ মাইক্রোম্যাক্সের নয়া এই ট্যাবটির ভারতের বাজারে দাম পড়বে ৯ হাজার ৪৯৯ টাকা৷  নয়া এই মডেলটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সান৷ পাশাপাশি এই ট্যাবটি ১.৩ গিগাহার্ৎজ প্রসেসর ও ১ জিবি ব়্যাম বিশিষ্ট ৷ ট্যাবটির ক্যামেরাও বেশ শক্তিশালী ৷ এতে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ সঙ্গে অবশ্যই থাকছে ফ্ল্যাশ৷
advertisement

৮ ইঞ্চি এইচডি স্ক্রিনের এই ট্যাবটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ তবে ব্যবহারকারীরা চাইলে এই মেমোরিকে বাড়াতে পারবেন ৷ পাশাপাশি ট্যাবটির ব্যাটারিও বেশ শক্তিশালী বলে মাইক্রোম্যাক্সের তরফে জানানো হয়েছে৷ একাধিক রঙে নয়া এই ট্যাবটি ভারতের বাজারে পাওয়া যাবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আট ইঞ্চির ট্যাব মাত্র সাড়ে ন’হাজারে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল