TRENDING:

চার্জিং-এর সময় মোবাইল ঘাঁটাঘাঁটি করা যায়? এতদিনে আসল সত্যিটা ফাঁস করল Samsung

Last Updated:

Phone charging: আমরা প্রায়ই শুনে থাকি, ফোন চার্জ করার সময় ব্যবহার করা উচিত নয়। আদৌ কি এটা সত্যি? আজ ভুল ভাঙবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মোবাইল ফোন ছাড়া আর এক মুহূর্ত কাটানো সম্ভব হচ্ছে না মানুষের পক্ষে। জীবনের প্রতিটি বিষয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে স্মার্টফোন। যেকোনও কাজ করতে গেলেই মনে পড়ে যায় নিজের স্মার্টফোনটিকে।
অন্য দিকে আবার ফোন নির্মাতারা ধীরে ধীরে ফোনের বাক্স থেকে চার্জার সরিয়ে ফেলছে। এখন অনেক নতুন ফোনের বক্সের মধ্যেই ফোনের সঙ্গে আর চার্জার পাওয়া যায় না। তাই গ্রাহকদের সেই ফোনের জন্য আলাদা চার্জার ক্রয় করতে হয়। কারণ ফোন চার্জ না দিলে কাজ করা যাবে না। দিনের প্রায় সবসময় ফোন চালানোর জন্য ওয়্যারলেস চার্জার খুবই কাজের।
অন্য দিকে আবার ফোন নির্মাতারা ধীরে ধীরে ফোনের বাক্স থেকে চার্জার সরিয়ে ফেলছে। এখন অনেক নতুন ফোনের বক্সের মধ্যেই ফোনের সঙ্গে আর চার্জার পাওয়া যায় না। তাই গ্রাহকদের সেই ফোনের জন্য আলাদা চার্জার ক্রয় করতে হয়। কারণ ফোন চার্জ না দিলে কাজ করা যাবে না। দিনের প্রায় সবসময় ফোন চালানোর জন্য ওয়্যারলেস চার্জার খুবই কাজের।
advertisement

আর এই স্মার্টফোনের প্রাণ হল তার ব্যাটারি। দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে ব্যাটারি ফুরবেই। তখন তাকে চার্জে বসাতে হবে। কিন্তু সেই সময়টুকুও ফোন ছেড়ে থাকতে যেন প্রাণ চায় না।

অনেকেই ফোন চার্জে বসিয়ে কথা বলেন, গেম খেলেন, গান শোনেন বা অন্য কাজ করেন। আবার এর বিরুদ্ধেও কথা বলেন অনেকে।

আমরা প্রায়ই শুনে থাকি যে ফোন চার্জ করার সময় ব্যবহার করা উচিত নয়। এর ফলে ফোনের ব্যাটারি নষ্ট হতে পারে। আবার তার থেকেও ভয়ঙ্কর বিষয় হল, ব্যবহারকারীর মারাত্মক বিপদ হতে পারে। কিন্তু এই কথা কি সত্যি! সত্যিই কি ফোন চার্জে বসিয়ে কথা বললে বিস্ফোরণ ঘটতে পারে মোবাইলে!

advertisement

আরও পড়ুন- আর মাত্র চার বছর, দেশের বহু শহরে বন্ধ হয়ে যাবে ডিজেল গাড়ি! বড় পদক্ষেপ

ঘটনা হল, সব সময়ই যে এমন অঘটন ঘটবে, তা নাও হতে পারে। তবে ফোন চার্জ করার সময় কারও সঙ্গে কথা বলা নিঃসন্দেহে একটি খারাপ অভ্যাস। ফোন নির্মাতাদের দাবি, কথা বলা যতটা খারাপ, অন্য ব্যবহার ততটা খারাপ নয় মোবাইল চার্জিং-এর সময়।

advertisement

আমাদের অভিজ্ঞতা বলছে, মোবাইল ফোন চার্জ করার সময় ব্যবহার করলে তা ক্রমাগত উত্তপ্ত হতে শুরু করে।

আসলে এর কারণ খুব সহজেই বোঝা যায়। ওই সময় ফোনটি চার্জ হচ্ছে। আবার একই সময় ব্যটারি খরচ হচ্ছে, কারণ ফোনটি ব্যবহার করা হচ্ছে। তাই ব্যাটারির উপর অনেকটা বেশি চাপ তৈরি হচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন নির্মাতা সংস্থা Samsung কিন্তু বলছে অন্য কথা। তারা জানিয়েছে, যেকোনও মানুষ স্মার্টফোনটি চার্জ করার সময়ও ব্যবহার করতে পারেন এবং এতে কোনও বিপদ নেই।

advertisement

আরও পড়ুন- স্মার্টফোনে ছাড় ৮০%! শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্ট চলছে বিরাট অফার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Samsung বলছে, কখনও স্মার্টফোন চার্জ করার সময় ফোন ব্যবহার করা হলে ওই ফোনে চার্জিং গতি কমে যেতে পারে। কারণ ওই সময়ে ফোনে যে কাজ করা হচ্ছে তার পিছনেও অনেকটা বেশি শক্তি ক্ষয় হচ্ছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
চার্জিং-এর সময় মোবাইল ঘাঁটাঘাঁটি করা যায়? এতদিনে আসল সত্যিটা ফাঁস করল Samsung
Open in App
হোম
খবর
ফটো
লোকাল