TRENDING:

Air Pollution-Air Purifier: ঘন ধোঁয়াশার চাদর দিল্লিতে! বায়ু দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কি আদৌ কার্যকর

Last Updated:

Air Pollution-Air Purifier: কারখানা কিংবা শিল্পাঞ্চলের দূষণ, গাড়ি থেকে নির্গত ধোঁয়া এর অন্যতম প্রধান কারণ হলেও আরও একটি কারণ রয়েছে। আর সেটা হল ফসলের আগাছা পোড়ানো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতি বছরের মতো এই বছরেও ঘন ধোঁয়াশায় ঢেকে গিয়েছে উত্তর ভারত। বলা ভাল, শীত আসার ঠিক প্রাক মুহূর্তে এটাই প্রতি বছরের চিত্র। কারখানা কিংবা শিল্পাঞ্চলের দূষণ, গাড়ি থেকে নির্গত ধোঁয়া এর অন্যতম প্রধান কারণ হলেও আরও একটি কারণ রয়েছে। আর সেটা হল ফসলের আগাছা পোড়ানো। বেশ কয়েক বছর ধরে দিল্লি এবং দিল্লি সংলগ্ন অঞ্চল যেমন – নয়ডা, গুরুগ্রাম এবং হরিয়ানা এই বিপদের সঙ্গে যুঝে আসছে। অক্টোবরের শেষ দিক থেকে কিংবা নভেম্বরের প্রথম দিকে তীব্র দূষণের সৃষ্টি হয়।
বায়ু দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কতটা কার্যকর?
বায়ু দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কতটা কার্যকর?
advertisement

ঘন ধোঁয়াশা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। প্রথমত এই ধোঁয়াশার চাদর ভেদ করে সূর্যালোক প্রবেশ করতে পারে না। ফলে চারিদিক অন্ধকারাচ্ছন্ন থাকে। এর পাশাপাশি ধোঁয়াশার মধ্যে পিএম২.৫-এর মতো নানা ধরনের দূষণকারী পদার্থ থাকে। যা আমাদের ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। আর এর ফলে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) চরম মাত্রায় পৌঁছে যেতে পারে। এটা ওই এলাকায় বসবাসকারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। এই মুহূর্তে গুরুতর পরিস্থিতির কারণে দিল্লির সমস্ত প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এমনকী এই সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুলগুলি।

advertisement

আরও পড়ুন: কেবল মাঠে নয়, গ্যালারিতেও চমক! একই দর্শকাসনে নুসরতের প্রাক্তন-বর্তমান, নিখিলও এলেন ‘প্রেমিকা’র সঙ্গে!

এমতাবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এয়ার পিউরিফায়ার। বেশ কয়েক বছর আগে পর্যন্তও এয়ার পিউরিফাইয়ারকে একটি বিলাসবহুল পণ্যসামগ্রী হিসেবে গণ্য করা হত। কিন্তু তা প্রয়োজনের তালিকায় জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এয়ার পিউরিফায়ার কীভাবে কাজ করে? আদৌ কি তা কার্যকর? কিংবা এটা কিনলে কি দূষণ সংক্রান্ত সমস্যা আয়ত্তে রাখা যাবে? সেই সব প্রশ্নের উত্তরই জেনে নেওয়া যাক।

advertisement

এয়ার পিউরিফায়ার কীভাবে কাজ করে?

প্রথমত এটা মাথায় রাখতে হবে যে, এয়ার পিউরিফায়ার কিন্তু কোনও অলৌকিক কিংবা অদ্ভুত ডিভাইস নয়। ভাল ফলাফল পাওয়ার জন্য এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার জন্য এয়ার পিউরিফায়ার সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ ভাবে ব্যবহার করা আবশ্যক। দিনে মাত্র ঘণ্টা খানেক এয়ার পিউরিফায়ার ব্যবহার যথেষ্ট নয়। ঘরে থাকাকালীন এয়ার পিউরিফায়ার চালিয়ে রাখতে হবে।

advertisement

আবার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন এয়ার পিউরিফায়ার আলাদা আলাদা ফিল্ট্রেশন পদ্ধতি ব্যবহার করে থাকে। এর মধ্যে কয়েকটি তো আবার বেশ বাস্তবধর্মী। তবে কিছু কিছু ব্র্যান্ডের এয়ার পিউফায়ারে খুবই কম খরচে প্রাথমিক কার্যকারিতার সুবিধা পাওয়া যায়। এর কাজের প্রক্রিয়া বেশ সাধারণ। এর মধ্যে থাকা একটা পাখা পারিপার্শ্বিক বাতাস টেনে আনে। এরপর সেই বাতাস একের পর এক ফিল্টারের মধ্যে দিয়ে অতিক্রম করে। এটা বাতাসে ভাসমান দূষণকারী পদার্থগুলিকে আটকে দেয়। এর ফলে পরিশুদ্ধ হাওয়া ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে।

advertisement

একটি এয়ার পিউরিফায়ারের পিউরিফিকেশনের এই ক্ষমতা এর মধ্যে থাকা ফিল্টারের সংখ্যা এবং ধরনের উপর নির্ভর করে। কিছু কিছু কিন্তু শুধুমাত্র পিএম১০ অণুকে নিশানা করে। আবার কয়েকটি এয়ার পিউরিফায়ার খুবই ছোট পিএম২.৫ অণু ফিল্টার বা পরিশ্রুত করতে সক্ষম। এছাড়া বেশ কয়েকটি পিউরিফায়ারে বেশ কিছু ফিচার পাওয়া যায়। যার মধ্যে অন্যতম হল- ইউভি ক্লিনজিং। যা ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম।

এয়ার পিউরিফায়ার কি আদৌ কার্যকর?

এই প্রশ্নের উত্তর হবে, হ্যাঁ। কারণ এয়ার পিউরিফায়ার কিন্তু দুর্দান্ত ভাবে কার্যকর। যাতে ক্ষতিকর দূষণকারী পদার্থ শ্বাস গ্রহণের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ না করে, তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এই এয়ার পিউরিফায়ার। সেই সঙ্গে আমাদের ঘরে যে পরিমাণ ধুলো থাকে, তা কমিয়ে দিতে পারে এই যন্ত্র। ফলে যাঁরা অ্যালার্জিতে কাবু, তাঁদের উপসর্গ উপশম করার জন্য এয়ার পিউরিফায়ার দারুণ কার্যকর হতে পারে। শুধু তা-ই নয়, বাড়িতে পোষ্য থাকলেও এয়ার পিউরিফায়ারই সহায় হতে পারে।

তাই এয়ার পিউরিফায়ারের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য তার পাশাপাশি ঘরে কয়েকটি জিনিস বজায় রাখা জরুরি। এর জন্য ঘরে রাখতে হবে ইন্ডোর গাছ। সেই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক ভেন্টিলেশন বা বায়ু চলাচল বজায় রাখাও আবশ্যক।

আবার কয়েক ঘণ্টা পরে এয়ার পিউরিফায়ার বন্ধ করে দেওয়াই যথেষ্ট নয়। দরজা-জানলা খোলার ফলে যদি ঘরে টাটকা বাতাস আসে, তাহলে কিন্তু তার সঙ্গে দূষণকারী পদার্থও ভেসে আসতে পারে। এটা বোঝা অত্যন্ত জরুরি। তাই এয়ার পিউরিফায়ার বন্ধ করা থাকলে ওই দূষণকারী পদার্থগুলি ফের ঘরে প্রবেশ করতে পারে। বায়ুর সর্বোত্তম গুণগত মান বজায় রাখার জন্য বেশির ভাগ সময়ই এয়ার পিউরিফায়ার চালিয়ে রাখতে হবে।

ঘরের মাপ বিবেচনা করে এয়ার পিউরিফায়ার কেনা উচিত। এয়ার পিউরিফায়ারে ৫০০ বর্গফুট এলাকার রেটিং থাকলে তা ১০০০ বর্গফুট এলাকার জন্য পর্যাপ্ত হবে না। তাই কতটা জায়গা কভারেজ দিতে পারে, তার উপর ভিত্তি করেই এয়ার পিউরিফায়ার কেনা আবশ্যক। আর এক-একটা ঘরের জন্য আলাদা আলাদা এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Air Pollution-Air Purifier: ঘন ধোঁয়াশার চাদর দিল্লিতে! বায়ু দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কি আদৌ কার্যকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল